Abasoner Singhasone 2025

কোন আবাসন বসল সিংহাসনে? দেখে নিন এক ঝলকে

আনন্দবাজার ডট কম আয়োজিত, ‘আবাসনের সিংহাসনে’ ২০২৫ — কলকাতার সেরা আবাসনের পুজোর খোঁজ।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ১৬:৫৭
Share:
০১ ১৫

পুজো শেষ হলেও উৎসবের রেশ কাটেনি এখনও।

০২ ১৫

পুজোর ক'দিন রাস্তায় ভিড়, ঠাকুর দেখার উন্মাদনা জানান দিয়েছিল বাংলার সবথেকে বড় উৎসব দুর্গাপুজোর মাহাত্ম্যের কথা। কিন্তু শুধুই থিম পুজো বা পাড়ায় পুজোই নয়, থিম ও পরিকল্পনায় সমানে সমানে টেক্কা দিয়েছে কলকাতার আবাসনের পুজোগুলিও।

Advertisement
০৩ ১৫

সেই উদ্দীপনাকেই কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল আনন্দবাজার ডট কম আয়োজিত, ‘আবাসনের সিংহাসনে’ ২০২৫ — কলকাতার সেরা আবাসনের পুজোর খোঁজ।

০৪ ১৫

কলকাতা ও সল্টলেক সংলগ্ন এলাকা থেকে মোট ২০০টিরও বেশি পুজো অংশ নিয়েছিল এ বারের প্রতিযোগিতায়। প্রাথমিক পর্বে ২০টি আবাসনকে বেছে নেওয়ার পর মাননীয় জুরিদের চুলচেরা বিশ্লেষণের পরে এই বছরের সেরা ১০টি আবাসনের পুজোকে বেছে নেওয়া হয়।

০৫ ১৫

এই বছর আমাদের সহযোগিদের ভূমিকায় রয়েছে স্টাইলড বাই পার্টনার ‘রেশম শিল্পী, মিষ্টিমুখ পার্টনার ‘প্রভুজ়ি’, ফ্যাশন জুয়েলারি পার্টনার ‘শ্রী হরি’, ফ্যাশন পার্টনার বাজার কলকাতা, ভোগ পার্টনারস ‘ডক্টরস্‌ চয়েস’ ও 'গনেশ পিওর স্পাইসেস', জুয়েলারি পার্টনার 'সেনকো', অ্যাসোসিয়েট পার্টনার ‘পতঞ্জলি’ এবং কমফোর্ট পার্টনার ‘ডলার’। সেরা ১০টি আবাসনের পুজোগুলি হল —

০৬ ১৫

বিজেতা - ‘রামকৃষ্ণপুরম রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’

০৭ ১৫

প্রথম রানার আপ - ‘ডায়মন্ড সিটি সাউথ’

০৮ ১৫

দ্বিতীয় রানার আপ - ‘উপহার শারদোৎসব কমিটি’

০৯ ১৫

সেরা প্রতিমা - ‘টলি অ্যাপার্টমেন্টস’

১০ ১৫

জনতার রায়ে সেরা - ‘ইন্দ্রাক্ষিণী আবাসিক বৃন্দ’

১১ ১৫

ডিজিটালি বাজিমাত - ‘সাউথ সিটি রেসিডেন্সি’

১২ ১৫

সেরা পরিবেশবান্ধব পুজো - ‘অ্যাক্টিভ একার্স’

১৩ ১৫

মণ্ডপের সামগ্রিক নিরাপত্তা - ‘অ্যাভেনিদা’

১৪ ১৫

স্পেশাল জুরি অ্যাওয়ার্ড - ‘ওজ়োন একান্নবর্তী’

১৫ ১৫

সামাজিক কাজ - ‘মারলিন ম্যাক্সিমাস অ্যাপার্টমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন’। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement