কলকাতার একাধিক বনেদি বাড়িগুলির অন্যতম চক্রবর্তী বাটীর পুজো।
দেবী যেন এখানে রাজ রাজেশ্বরী! তাঁর রূপ দেখলে বারংবার মুগ্ধ হতে হয়।
পিকনিক গার্ডেন অঞ্চলে সাড়ম্বরে প্রতি বছর এই বাড়িতে পালিত হয় দুর্গাপুজো।
নানা অলঙ্কারে ভূষিত এই দেবীর রূপ নজর কাড়তে বাধ্য। সোনা, রুপো- সমস্ত ধরনের অলঙ্কার দেখা যায় দেবীর পরনে।
বাড়িতেই এই মাতৃমূর্তি তৈরি হয়। মহালয়ার দিন রীতি মেনে হয় চক্ষুদান।
দশমীর দিন বাড়ির মহিলারা বরণ করেন দেবীকে।
বরণের পর চলে সিঁদুরখেলার পর্ব।
বিদায় বেলায় দেবীকে পরানো হয় ফুলের সাজ।
এই বাড়িতে সিংহকে ঘোড়ার মতো দেখতে। অসুরের গায়ের রং হয় সবুজ। গণেশের গায়ের রং লাল।
দক্ষিণ কলকাতার দিকে ঠাকুর দেখতে এলে, এক বার এখান থেকে মাতৃমূর্তি দর্শন করে যেতেই পারেন। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)