Mahamandaleshwar Kali Temple

অসমের বিখ্যাত মহামণ্ডলেশ্বর কামাখ্যা মন্দির, জানেন এটি সম্পর্কে?

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ১৪:০৭
Share:
০১ ১০

অসমের কামাখ্যা মন্দির নিয়ে চর্চার অন্ত নেই। ৫১টি সতীপীঠের অন্যতম হওয়ার পাশাপাশি এটি তন্ত্র সাধনারও বিশেষ স্থান।

০২ ১০

এই প্রসঙ্গেই উঠে আসে দেবী মহামণ্ডলেশ্বর কালীর নাম।

Advertisement
০৩ ১০

মহামণ্ডলেশ্বর কামাখ্যা মন্দির রয়েছে অসমের নীলাচল পর্বতে।

০৪ ১০

অম্বুবাচী মেলার জন্যও বিশেষ ভাবে বিখ্যাত এই স্থান।

০৫ ১০

কথিত, এই স্থানে দেবী সতীর যোনি ও গর্ভের অংশটি পড়েছিল।

০৬ ১০

এই কারণেই এখানে বার্ষিক অম্বুবাচী মেলা হয়, যা উর্বরতা ও সৃষ্টির প্রতীক।

০৭ ১০

দেবীর ঋতুচক্রকে উদ্‌যাপন করে এই উৎসব।

০৮ ১০

কামাখ্যা মন্দিরে চারটি কক্ষ রয়েছে। একটি গর্ভগৃহ ও তিনটি মণ্ডপ।

০৯ ১০

গর্ভগৃহটি ছোট ও অন্ধকারাছন্ন। সরু খাড়াই সিঁড়ি বেয়ে সেখানে পৌঁছতে হয়।

১০ ১০

ভিতরে ঢালু পাথরের একটি খণ্ড। যা যোনি আকৃতিবিশিষ্ট। ( ‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’)। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement