Takipur Kali

ডাকাতদের কাছেই পূজিত হতেন দেবী, মহাশ্মশানে তাঁর বাস, তকিপুরের বড় কালীর ইতিহাস জানেন?

এই ছোট্ট গ্রামের ঐতিহ্যে সমৃদ্ধ বড় মা কালীপুজোর জয়গান সর্বজনবিদিত।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৫:৪১
Share:
০১ ১০

পূর্ব বর্ধমানের আউশগ্রাম ব্লকের একটি ছোট্ট গ্রাম। কিন্তু ঐতিহ্যে সমৃদ্ধ এখানকার বড় মা কালীপুজোর জয়গান সর্বজনবিদিত।

০২ ১০

তবে জানেন কি, আড়ম্বরের সঙ্গে এখন যে দেবী উদ্‌যাপিত হন, এক সময়ে তাঁরই বাস ছিল মহাশ্মশানে?

Advertisement
০৩ ১০

জানা যায়, এই কালীপুজো প্রথম শুরু হয় ডাকাতদের হাত ধরে।

০৪ ১০

পরে দীর্ঘ দিন অবহেলায় বাস।

০৫ ১০

এর পর এই পুজোর দায়িত্ব আসে রাজা কৃষ্ণচন্দ্র ও রাজা বিজয়চাঁদ মহতাব।

০৬ ১০

ইতিহাস বলছে, স্বপ্নাদেশ পেয়েছিলেন নাকি রাজা বিজয়চাঁদ। সেই থেকেই শুরু…

০৭ ১০

বলা হত, শতাধিক ঘোড়া, হাতি নিয়ে সাড়ম্বরে দেবীর পুজো করতেন নাকি তিনি।

০৮ ১০

এর পরেই তকিপুরের বড় মার গুণকীর্তন ছড়িয়ে পড়ে শহরের বিভিন্ন প্রান্তে।

০৯ ১০

পরবর্তীতে রাজা এই পুজোর দায়িত্ব সপে যান স্থানীয় সেবায়ত সরকার বাড়ির সদস্যদের হাতে।

১০ ১০

প্রায় ৫০০ বছরের পুরনো এই পুজো আজও পালিত হয়ে আসছে নিষ্ঠার সঙ্গে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement