Durga Idol Immersion Rituals in Darjeeling

বৃষ্টির চোখ রাঙানি উপেক্ষা করেই দার্জিলিংয়ে চলল বিসর্জন পর্ব! টয় ট্রেনে চেপে কৈলাস ফিরলেন দুর্গা

দার্জিলিংয়ের এনএনবিএইচ হল শ্রী মন্দিরের দুর্গাপুজো চলতি বছরে ১১১ বছরে পা দিল। তাঁদের এ বারের বিসর্জনের শোভাযাত্রার ছবি নজর কাড়ল সবার।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১১:২০
Share:

সংগৃহীত চিত্র।

শৈলশহরেও একাধিক দুর্গাপুজো হয়। স্থানীয়রা তো বটেই, পর্যটকরাও দার্জিলিংয়ের এই দুর্গাপুজোগুলির আনন্দে মেতে ওঠেন। বেড়াতে গিয়েও পাওয়া যায় পুজোর আনন্দের স্বাদ। আর তেমনই একটি পুজো হল দার্জিলিংয়ের এনএনবিএইচ হল শ্রী মন্দিরের দুর্গাপুজো। এই পুজো চলতি বছরে ১১১ বছরে পা দিল। তাঁদের এ বারের বিসর্জনের শোভাযাত্রার ছবি নজর কাড়ল সবার।

Advertisement

সাধারণত সমস্ত জায়গাতেই লরি, ট্রাক বা কাঁধে চাপিয়ে দেবীকে নিয়ে যাওয়া হয় নিরঞ্জনের উদ্দেশ্যে। কিন্তু এই বছর দার্জিলিংয়ের এই দুর্গাপুজো কমিটির তরফে এক অদ্ভুত ব্যবস্থা করা হয়েছিল। এই মণ্ডপের উমা সপরিবারে গাড়ি চেপে নয়, বরং টয় ট্রেনে করে ফিরে গেলেন কৈলাসে। দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ টয় ট্রেনে করে প্রতিমা নিয়ে যাওয়া হয় নিরঞ্জনের জন্য।

দশমীর দিনই সমস্ত রীতি মেনে বিসর্জনের আয়োজন করা হয়েছিল। দার্জিলিং থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত রংবুল এলাকায় প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হয়। টয় ট্রেনে করে তাই দেবীকে মণ্ডপ থেকে বাতাসিয়া লুপ ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় উচ্চতম রেল স্টেশন ঘুমে। সেখান থেকে রংবুল।

Advertisement

বিসর্জনের জন্য এনএনবিএইচ হল শ্রী মন্দিরের দুর্গাপুজো কমিটির তরফে একটি আস্ত টয় ট্রেন বুক করা হয়। সামনে জুড়ে দেওয়া হয় একটি ট্রলি। সেখানেই রাখা হয় প্রতিমাকে। গোটা ট্রেনে ছিলেন পুজো কমিটির সদস্যরা। তাঁদের এই শোভাযাত্রা দেখে মুগ্ধ হয়েছেন স্থানীয় থেকে পর্যটকরা। এর পরই নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে এই অদ্ভুত বিসর্জনের ছবি।

নিম্নচাপের জেরে উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে। চলছে ভারী বৃষ্টি। প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে সন্ধ্যার পর দেবী প্রতিমাকে বিসর্জন দেওয়া হয়।

‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement