প্রতীকী চিত্র।
জগদ্ধাত্রী পুজোয় গোটা চন্দননগর জুড়েই সাজ সাজ রব। তবে দেবীর বিদায়ের সময়ও হয়ে এল বলে। শনিবার সকাল থেকেই প্রতিমা নিরঞ্জন পর্ব শুরু হয়ে গিয়েছে। বিসর্জনের শোভাযাত্রা দেখার জন্যও মুখিয়ে দর্শক। এখন প্রশ্ন হল, চন্দননগরের ঠিক কোথায় থাকলে শহরের সব ঠাকুরের দর্শন পাওয়া যাবে শোভাযাত্রার সময়ে?
এ ক্ষেত্রে চলে যেতে হবে মানকুণ্ডু স্টেশনে। সেখান থেকে সোজা স্টেশন রোড ধরে এগোলে জ্যোতির মোড় পর্যন্ত পথ শোভাযাত্রার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়। এ ছাড়াও রয়েছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব, নতুনপাড়া, নিয়োগী বাগান, সার্কাস মাঠ, চারাবাগান, গোপালবাগের মতো জায়গা। পাশাপাশি তেমাথা ও স্ট্র্যান্ড রোডের কাছে থাকলেও শোভাযাত্রা দেখা যাবে সহজে।
স্থানীয়দের মতে, বাগবাজার মোড় দিয়ে জ্যোতি মোড় হয়ে স্ট্র্যান্ড, উর্দিবাজার, হয়ে জিটি রোড হয়ে তালডাঙা, পালপাড়া, বিদ্যালঙ্কার হয়ে বাগবাজারের কোনও জায়গায় দাঁড়ালেই শোভাযাত্রা দেখা যাবে।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।