পুজোর সব খবর ‘আনন্দ উৎসব’-এ
পাড়ার মাইকে বাজানো গানের সুরে ঘুম ভাঙা, ভোরের আলোয় কানে আসা ঢাকের বাদ্যি, পাড়ার কচিকাঁচাদের ছুটোছুটি, সকালের বাতাসে ভেসে আসা শিউলি ফুলের গন্ধ, কিংবা মাঠে হাওয়ায় দুলতে থাকা সাদা কাশফুলের সারি—সবই যেন জানান দেয়, শরতের আকাশে আবার ফিরে এসেছে দুর্গাপুজো। বাংলার মানুষের কাছে দুর্গাপুজো মানে শুধু একটা ধর্মীয় উৎসব নয়, এ এক অবর্ণনীয় অনুভূতি, এক আবেগ, যা লিখে শেষ করা যায় না। বছরভর অপেক্ষার পর এই কয়েকটি দিন জুড়ে থাকে আনন্দ, আড্ডা আর উচ্ছ্বাসের আবহ।
এই অনাবিল আনন্দকে আরও রঙিন করে তুলতে প্রতি বছরই আনন্দবাজার ডট কম নিয়ে আসে তাদের বিশেষ ডিজিটাল আয়োজন, ‘আনন্দ উৎসব’।
এই বছর ‘আনন্দ উৎসব’-এর প্রেজেন্টিং পার্টনার ‘মারুতি সুজুকি অ্যারেনা’ এবং অন্যান্য সহযোগীদের ভূমিকায় ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ান স্টপ ওয়েডিংস’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, কমফোর্ট পার্টনার ‘কার্ল অন’ এবং ব্যাঙ্কিং পার্টনার ‘ইউবিআই’।
‘আনন্দ উৎসব’-এর পাতায় একসঙ্গে ধরা পড়ে পুজোর সব রঙ। কোথায় কোন প্যান্ডেলে কী থিম, কোন প্রতিমায় নতুনত্ব, কোন রেস্তোরাঁয় জমজমাট পুজোর আয়োজন, কী কী ট্রেন্ডে মাতছে শহর কিংবা পুজোর ছুটিতে কোথায় ঘুরতে যাওয়া যায়, সব কিছুরই খুঁটিনাটি খুঁজে পাওয়া যায় আনন্দ উৎসব-এর পাতায়। নতুন রেসিপি থেকে ফ্যাশন টিপ্স, সাংস্কৃতিক খবর থেকে লাইফস্টাইল ট্রেন্ড, একসঙ্গে মেলবন্ধন ঘটায় এই প্ল্যাটফর্ম।
এবারে ১০ বছরে পদার্পণ করল ‘আনন্দ উৎসব’। গত এক দশক ধরে এই প্ল্যাটফর্ম হয়ে উঠেছে দুর্গাপুজোর এক ডিজিটাল সংরক্ষণাগার, যেখানে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন ঘটেছে অনন্যভাবে। পুজোর ইতিহাস, রীতি-নীতি, লোকজ সংস্কৃতি থেকে শুরু করে সমকালীন আলোচনার ঝলক, সবই জায়গা করে নেয় এখানে।
শুধু কলকাতাতেই নয়, সারা বাংলা, এমনকি দেশের বাইরেও যারা পুজোর আনন্দে সামিল হতে চান, তাঁদের জন্যও আনন্দ উৎসব হয়ে উঠেছে এক অবিচ্ছেদ্য সঙ্গী। এক ছাদের তলায় সেরা পুজো, সেরা থিম, সেরা সাজ, সেরা খাওয়াদাওয়া, পুজোর সব খবর এক নিমেষে পৌঁছে যায় পাঠকের কাছে।
তাই আনন্দ উৎসব আজ আর শুধু একটি ওয়েবসাইট নয়, এটি এক অনন্য অভিজ্ঞতা, যা বাঙালির দুর্গাপুজোকে আরও উজ্জ্বল করে তোলে এবং সবাইকে যুক্ত করে এক বিশাল ডিজিটাল উৎসবে।
পুজোর সব খবর জানতে ক্লিক করুন: anandabazar.com/ananda-utsav