Trekking Gadgets

পুজোর ছুটিতে ট্রেকিং হবে আরও নিরাপদ, সঙ্গে থাকুক নির্ভরযোগ্য এই গ্যাজেটগুলি

ট্রেকিংয়ের সময় ঝরনা বা নদী থেকে জল পান করার প্রয়োজন হতে পারে। সেই জল পরিস্রুত করার জন্য একটি পোর্টেবল ওয়াটার ফিল্টার বা পিউরিফায়ার সঙ্গে রাখুন।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ১৭:৪৮
Share:

প্রতীকী চিত্র।

এবার কি আপনি পুজোর ছুটিতে ট্রেকিংয়ে যাচ্ছেন? সে তো দারুণ ব্যাপার! সত্যি বলতে কী, প্রকৃতির মাঝে এমনভাবে ছুটি কাটানোর অভিজ্ঞতা অতুলনীয়! এই অভিজ্ঞতা আরও নিরাপদ এবং আরামদায়ক করে তুলতে সঙ্গে রাখুন কিছু অত্যাধুনিক গ্যাজেট। আপনার সুবিধার জন্য দেওয়া হল তেমনই কিছু গ্যাজেটের একটি তালিকা।

Advertisement

পাওয়ার ব্যাংক: ট্রেকিংয়ের সময় চার্জিং পয়েন্ট খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। তাই, মোবাইল বা স্মার্টফোন, হেডল্যাম্প এবং অন্য যেকোনও গ্যাজেট চার্জ করার জন্য একটি ভালো মানের পাওয়ার ব্যাংক অবশ্যই সঙ্গে রাখুন। সম্ভব হলে, সোলার চার্জারযুক্ত পাওয়ার ব্যাংক নিতে পারেন।

হেডল্যাম্প বা ফ্ল্যাশলাইট: রাতে ক্যাম্পসাইটে ঘোরাফেরা করা বা তাঁবুর ভিতর কিছু খোঁজাখুজির জন্য হেডল্যাম্প খুব কার্যকর একটি গ্যাজেট। এটি ব্যবহার করলে আপনার দুই হাত খালি থাকে, ফলে বাড়তি সুবিধা পাওয়া যায়। এরই সঙ্গে কয়েকটি অতিরিক্ত ব্যাটারিও রাখুন।

Advertisement

ন্যাভিগেশন গ্যাজেট: ট্রেকে যাওয়ার আগে অফলাইন ম্যাপ (যেমন - গুগল ম্যাপ বা গাইয়া জিপিএস) আপনার ফোনে ডাউনলোড করে নিন। এর পাশাপাশি একটি ছোট কম্পাসও সঙ্গে রাখুন। নেটওয়ার্ক না থাকলে এই জিনিসটিই আপনাকে সঠিক পথের দিশা দেখাবে।

ওয়াটার ফিল্টার বা পিউরিফায়ার: ট্রেকিংয়ের সময় ঝরনা বা নদী থেকে জল পান করার প্রয়োজন হতে পারে। সেই জল পরিস্রুত করার জন্য একটি পোর্টেবল ওয়াটার ফিল্টার বা পিউরিফায়ার সঙ্গে রাখুন। এর ফলে জলবাহিত রোগ থেকে বাঁচা যাবে।

ক্যামেরা: ছবি তোলা আপনার নেশা হলে ট্রেকিংয়ের সময় একটি ভালো ক্যামেরা সঙ্গে নিতে পারেন। অনেক সময় ফোনের ক্যামেরায় ভালো ছবি তোলা যায় না। বস্তুত, ট্রেকিংয়ের সুন্দর দৃশ্যগুলি ক্যামেরাবন্দি করে রাখার জন্য ক্যামেরার কোনও বিকল্প নেই। ক্যামেরার জন্য অতিরিক্ত ব্যাটারি এবং মেমরি কার্ড নিতেও ভুলবেন না।

স্মার্টওয়াচ বা ফিটনেস ট্র্যাকার: আপনার স্বাস্থ্য এবং ফিটনেস ট্র্যাক করার জন্য এটি খুবই কাজে আসে। এটি দিয়ে আপনি আপনার হাঁটার দূরত্ব, উচ্চতা, ক্যালোরি এবং হৃদস্পন্দন ট্র্যাক করতে পারবেন। কিছু স্মার্টওয়াচে জিপিএসও থাকে, যা ন্যাভিগেশনের জন্য ভালো।

হ্যান্ডহেল্ড জিপিএস ডিভাইস: যদি আপনার ট্রেকিংয়ের রুট খুব দুর্গম হয় এবং ফোনে নেটওয়ার্কের সমস্যা থাকে, তাহলে একটি হ্যান্ডহেল্ড জিপিএস ডিভাইস সঙ্গে রাখা খুবই নিরাপদ।

ওয়্যারলেস স্পিকার: রাতে ক্যাম্পফায়ারের চারপাশে বসে গান শোনার জন্য একটি ছোট এবং হালকা ব্লুটুথ স্পিকার নিতে পারেন।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement