প্রতীকী চিত্র
আগে শিউলি ফুল, পেঁজা পেঁজা তুলোর মতো মেঘ পুজোর গন্ধ বয়ে আনত। সঙ্গে ছিল কিছু পুজোর বিজ্ঞাপন এবং গান। সে সব এখনও থাকলেও, বর্তমানে পুজোর গন্ধ বয়ে আনে ইনস্টাগ্রামের রিল! বিগত কয়েক বছর ধরে পুজো আসছে সেই ইঙ্গিত দিচ্ছে নির্দিষ্ট কিছু ধরনের ভিডিয়ো, কী কী সেগুলো?
ঢাকের শব্দ, ধুনুচির ভিডিয়ো: পুজোর ঠিক আগেই সোশ্যাল মিডিয়ায় ঢাকের ভিডিয়ো থেকে ধুনুচি নাচ, আরতির ভিডিয়ো চোখে পড়ে। আর ঢাকের শব্দ শুনলে মনটা ভাল তো হয়েই যায়, আর এই শব্দেই যেন কোথাও লুকিয়ে থাকে পুজোর বার্তা।
কুমোরটুলি: কুমোরটুলিতে গেলে এই সময় চোখে পড়ার মতো ভিড় দেখা যায়। ব্লগার থেকে মডেল সকলেরই যেন এই সময় গন্তব্য এই একটাই! আর সেই সমস্ত ছবি, ভিডিয়ো, রিল একের পর এক আসতেই থাকে ইনস্টাগ্রাম স্ক্রল করলে। সঙ্গে যেন বয়ে আনে পুজোর বার্তাও।
মা আসছে: পুজো আসছে এই সংক্রান্ত নানা ভিডিয়ো, মজার কন্টেন্ট যেন পুজো আসার, পুজো নিয়ে উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দেয়।
দেবী মূর্তি, ছবি: অনেকেই এই সময় বাড়ি সাজান। পুজো লুক আর কী! কেউ বাজার থেকে কিনে আনা দেবী মূর্তি, বা জিনিস দিয়ে বাড়ি সাজান, কেউ আবার নিজের হাতে কিছু বানান বা ছবি আঁকেন। আর এই সমস্ত কিছুর ভিডিয়ো চোখে পড়লে মন খালি ভাল হয় যে সেটাই নয়, সাধ জাগে নিজের বাড়ি এ ভাবে সাজিয়ে ফেলার, পুজোর গন্ধ বাড়ির সাজে লুকিয়ে ফেলার।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।