WhatsApp new feature 2025

পুজোর আগেই উপহার হোয়াট্‌সঅ্যাপের, চালু হচ্ছে কোন নয়া ফিচার?

এই নয়া ফিচার ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে ভার্চুয়াল যোগাযোগ আরও পোক্ত করবে বলে দাবি করা হচ্ছে।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৯
Share:

প্রতীকী চিত্র।

দুর্গাপুজোর আগেই হোয়াট্সঅ্যাপ-এ চালু হতে চলেছে নতুন ‘ক্লোজ ফ্রেন্ডস’ বা ঘনিষ্ঠ বন্ধু ফিচার। এই ফিচারটি মূলত ইনস্টাগ্রাম-এর ‘ক্লোজ ফ্রেন্ডস’ ফিচারের মতোই কাজ করবে। এর মাধ্যমে আপনি আপনার নির্বাচিত কিছু বন্ধুদের সঙ্গে বিশেষ মুহূর্তগুলি আরও ব্যক্তিগতভাবে শেয়ার করতে পারবেন।

Advertisement

কী কী নতুন সুবিধা পাওয়া যাবে?

এই নতুন ফিচারটির মূল সুবিধাগুলি হতে চলেছে -

Advertisement

স্ট্যাটাস শেয়ারিং: এখন আপনি আপনার হোয়াট্সঅ্যাপ স্ট্যাটাস শুধুমাত্র আপনার ‘ক্লোজ ফ্রেন্ড’দের দেখাতে পারবেন। একটি বিশেষ তালিকা তৈরি করে আপনি সেই তালিকায় থাকা বন্ধুদের সঙ্গে ছবি, ভিডিয়ো বা টেক্সট স্ট্যাটাস হিসাবে শেয়ার করতে পারবেন। এর ফলে, আপনার ব্যক্তিগত মুহূর্তগুলি সবাই দেখতে পাবেন না। যা গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করবে।

বিশেষ আপডেট: আপনার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা বা বিশেষ খবরগুলি আপনি শুধুমাত্র আপনার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেই শেয়ার করতে পারবেন। যাঁদের আপনি বিশ্বাস করেন। সাধারণ স্ট্যাটাসে আপনি হয়তো এই ধরনের ব্যক্তিগত বিষয় দিতে চান না।

গ্রুপ তৈরির সুবিধা: শোনা যাচ্ছে, এই ফিচারের মাধ্যমে নির্বাচিত বন্ধুদের নিয়ে একটি বিশেষ গ্রুপ তৈরি করা যাবে। যেখানে শুধুমাত্র তাঁরাই মেসেজ বা মিডিয়া শেয়ার করতে পারবেন। এর ফলে, একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা করার জন্য আলাদা করে নতুন গ্রুপ খোলার প্রয়োজন হবে না।

নোটিফিকেশন নিয়ন্ত্রণ: এই ফিচারের মাধ্যমে আপনি কাছের বন্ধুদের আপডেট দিতে বা স্ট্যাটাসের জন্য আলাদা নোটিফিকেশন সেটিংস করতে পারবেন। যাতে গুরুত্বপূর্ণ খবরগুলি আপনি দ্রুত জানতে পারেন।

পুজোর সময় এই নতুন ফিচার কীভাবে সাহায্য করবে?

পুজোর সময় এই নতুন ফিচারটি আপনার জন্য বেশ কিছু সুবিধা নিয়ে আসতে পারে। যেমন -

প্যান্ডেল হপিংয়ের আপডেট: আপনার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কোন প্যান্ডেলে যাচ্ছেন, সেখানকার ভিড় কেমন বা কোন প্যান্ডেলটি সেরা — এই ধরনের আপডেটগুলি শুধুমাত্র তাঁদের সঙ্গে শেয়ার করতে পারবেন। এতে অপ্রয়োজনীয় শেয়ারিং এড়ানো যাবে।

ব্যক্তিগত ছবি ও ভিডিয়ো: পুজোর সাজের ছবি, ঠাকুর দেখার ছবি বা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার মুহূর্তগুলি আপনি শুধু আপনার ‘ক্লোজ ফ্রেন্ড’দের স্ট্যাটাসে দিতে পারবেন। এতে ব্যক্তিগত ছবিগুলি সুরক্ষিত থাকবে।

পার্টি বা আড্ডার পরিকল্পনা: পুজোর সময় বন্ধুদের সঙ্গে আড্ডা বা পার্টির পরিকল্পনা করা হয়। এই ধরনের পরিকল্পনার ক্ষেত্রে স্থান পরিবর্তন-সহ যে কোনও জরুরি খবর আপনি ‘ক্লোজ ফ্রেন্ডস’ লিস্টে শেয়ার করে সবাইকে দ্রুত জানিয়ে দিতে পারবেন। যা একটি সাধারণ গ্রুপে শেয়ার করার চেয়ে অনেক বেশি সহজ হবে।

বিশেষ মুহূর্ত শেয়ার: যদি আপনার পরিবার বা বন্ধুদের সঙ্গে পুজোর কোনও বিশেষ মুহূর্ত থাকে, যা আপনি সবার সঙ্গে শেয়ার করতে চান না, সেই মুহূর্তগুলি আপনি এই ফিচারের মাধ্যমে প্রকাশ করতে পারেন।

মনে করা হচ্ছে, এই ফিচারটি চালু হলে হোয়াট্সঅ্যাপ ব্যবহারকারীদের মধ্যে আরও ব্যক্তিগত ভাবে যোগাযোগ করার সুযোগ তৈরি হবে এবং তথ্যের গোপনীয়তা আরও বেশি সুরক্ষিত থাকবে।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement