International Travel Tips

পুজোর সময়ে চেনা পরিবেশে থাকতে ইচ্ছা করছে না? কম বাজেটেই ঘুরে আসুন বিদেশ থেকে

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৮
Share:
০১ ১৭

পুজোর ছুটি মানেই অনেকের কাছে বেড়াতে যাওয়া। শুধু দেশে নয়, দেশের বাইরেও পাড়ি দেওয়ার এক সুবর্ণ সুযোগ। কিন্তু শেষ মুহূর্তে প্ল্যান করলে বাজেট বেড়ে যাওয়ার ভয় থাকে। তবে চিন্তা নেই! সেপ্টেম্বরের শেষ দিক থেকে অক্টোবর মাস পর্যন্ত মাত্র ১০ দিনের জন্য কম খরচে দারুণ কিছু বিদেশ-ভ্রমণ প্ল্যান করা সম্ভব। এখানে তেমনই পাঁচটি গন্তব্যের তালিকা রইল, পুজোয় যেখান থেকে ঘুরে আসা যাবে স্বল্প বাজেটে।

০২ ১৭

নেপাল: কম খরচে বিদেশ ভ্রমণের জন্য নেপাল একটি দারুণ দেশ। হিমালয়ের কোলে এই দেশটি তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং সংস্কৃতির জন্য পরিচিত।

Advertisement
০৩ ১৭

কেন যাবেন: নেপালের রাজধানী কাঠমান্ডুর প্রাচীন মন্দির, ভক্তপুর দরবার স্কোয়্যারের পুরনো স্থাপত্য এবং পোখারার শান্ত হ্রদের দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। ট্রেকিংপ্রেমীদের জন্য অন্নপূর্ণা বেস ক্যাম্পের মতো ছোটখাটো ট্রেকিংয়েরও সুযোগ আছে।

০৪ ১৭

আনুমানিক খরচ: বিমান ভাড়া বাদ দিয়ে অন্য যাতায়াত, থাকা-খাওয়া এবং ঘোরা মিলে জনপ্রতি ২৫,০০০ থেকে ৩৫,০০০ টাকার মধ্যে একটি ১০ দিনের সফর প্ল্যান করা সম্ভব।

০৫ ১৭

তাইল্যান্ড: তাইল্যান্ড শুধুমাত্র নিশিযাপনের জন্য বিখ্যাত নয়। পাশাপাশি ঐতিহাসিক স্থান, অপূর্ব সমুদ্র সৈকত এবং সুস্বাদু খাবারের জন্যও এর পরিচিতি।

০৬ ১৭

কেন যাবেন: ব্যাঙ্ককের গ্র্যান্ড প্যালেস, ফুকেটের সুন্দর সৈকত এবং চিয়াং মাই-এর শান্ত পরিবেশে ছুটি কাটাতে পারেন। কেনাকাটার জন্য ব্যাঙ্ককের বাজারগুলি খুবই জনপ্রিয়।

০৭ ১৭

আনুমানিক খরচ: বিমান ভাড়া বাদ দিয়ে জনপ্রতি ৩০ থেকে ৪০ হাজার টাকার মধ্যে একটি ১০ দিনের ভ্রমণ পরিকল্পনা করতে পারেন।

০৮ ১৭

ভিয়েতনাম: ঐতিহাসিক এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক দারুণ মিশেল ভিয়েতনাম। এখানকার খাবার থেকে শুরু করে দর্শনীয় স্থান– সব কিছুই ভ্রমণপ্রেমীদের আকর্ষণ করে।

০৯ ১৭

কেন যাবেন: হো চি মিন সিটি-এর মতো ঐতিহাসিক স্থান, হা লং বে-এর প্রাকৃতিক সৌন্দর্য এবং হ্যানয় শহরের পুরনো অলি-গলি আপনার মন জয় করে নেবে।

১০ ১৭

আনুমানিক খরচ: বিমান ভাড়া বাদ দিয়ে অন্য যাতায়াত, থাকা-খাওয়া এবং অন্যান্য খরচ মিলে জনপ্রতি ৩৫,০০০ থেকে ৪৫,০০০ টাকার মধ্যে একটি ১০ দিনের ট্যুর প্ল্যান করা সম্ভব।

১১ ১৭

শ্রীলঙ্কা: শ্রীলঙ্কা পুরনো সভ্যতা, বন্যপ্রাণী এবং চোখ জুড়োনো সৈকতের জন্য বিখ্যাত। কম খরচে সমুদ্রের ধারে ছুটি কাটানোর ভাল জায়গা এটি।

১২ ১৭

কেন যাবেন: ক্যান্ডি-র প্রাচীন মন্দির, সিগিরিয়া রক দুর্গের ঐতিহাসিক গুরুত্ব এবং নুয়ারা এলিয়া-এর মনোরম চা বাগান আপনাকে এক অন্য ধরনের অনুভূতি দেবে।

১৩ ১৭

আনুমানিক খরচ: বিমান ভাড়া বাদ দিয়ে জনপ্রতি ৩০,০০০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে একটি ১০ দিনের ট্রিপ প্ল্যান করা যেতে পারে।

১৪ ১৭

মালয়েশিয়া: আধুনিক স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক দারুণ মিশ্রণ মালয়েশিয়া। খুব কম বাজেটে একটি দারুণ আন্তর্জাতিক ট্যুর হতে পারে।

১৫ ১৭

কুয়ালালামপুরের চোখধাঁধানো টুইন টাওয়ার, ল্যাংকাউই-এর প্রাকৃতিক সৌন্দর্য এবং পেনাং-এর স্ট্রিটফুড আপনার ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলবে।

১৬ ১৭

বিমান ভাড়া বাদ দিয়ে জনপ্রতি ৪০,০০০ থেকে ৫০,০০০ টাকার মধ্যে ১০ দিনের জন্য এই দেশে ভ্রমণ করা যেতে পারে।

১৭ ১৭

মনে রাখবেন, শেষ মুহূর্তে পরিকল্পনা করলেও উড়ানের টিকিট এবং থাকার জায়গার জন্য অনলাইনে ভাল করে খোঁজ করতে হবে। বহু সস্তার বিমান এবং থাকার জায়গা পেয়ে যেতে পারেন। তেমন হলে খরচও অনেকটা কমবে। ( এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ। )

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement