শহর কলকাতায় এমন একটি জায়গা রয়েছে, যেখানে দেবী দুর্গা বিরাজ করেন সারা বছর!
এই বিশেষ জায়গাটি হল রবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত একটি সংগ্রহশালা বা মিউজিয়াম। যার পোশাকি নাম - ‘মা ফিরে এল’!
দুর্গাপুজোর সেরার সেরা প্রতিমাগুলিকে এখানে সারা বছর রেখে দেওয়া হয়।
যে কেউ বছরের যে কোনও সময়েই এই মিউজিয়ামে যেতে পারেন দেবী দুর্গার দর্শন করতে।
এই সংগ্রহশালায় ঢুকতে কোনও রকমের প্রবেশ মূল্য দিতে হয় না।
মিউজিয়ামটিতে একটি অপরূপ সুন্দর প্যাভিলিয়ন বা আর্ট গ্যালারি রয়েছে।
এই আর্ট গ্যালারিতে একের পর এক, সারিবদ্ধ ভাবে নির্বাচিত দুর্গাপ্রতিমাগুলি সাজানো থাকে।
এ ভাবে দেবীদর্শন মুহূর্তে ঠাকুর দেখার আমেজ ফিরিয়ে আনবে।
এই সংগ্রহশালাটি সাজিয়ে তুলতে টেরাকোটার অনবদ্য সব নকশা ব্যবহার করা হয়েছে।
প্রতি দিন সকাল ৭টা থেকে ৯টা এবং বিকেল ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত এই মিউজিয়াম খোলা থাকে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।