Where to go in Kolkata

পুজোর আগেই পুজোর আমেজ চান? ঘুরে আসুন কলকাতার এই জায়গাগুলি থেকে

দুর্গাপুজোর আমেজ এখনও পাচ্ছে না? ঘুরে আসুন কলকাতার এই জায়গাগুলি থেকে।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৬
Share:

প্রতীকী চিত্র

কখনও নিম্নচাপ, কখনও বর্ষার বৃষ্টি, পুজোর আগে আকাশের মুখ ভার যেন কমছেই না। নীল আকাশ আর পেঁজা তুলোর মেঘের দেখা মিলছে কখনও সখনও। তার সঙ্গে কাজের চাপ তো আছেই। সব মিলিয়ে মিশিয়েই পুজোর আমেজ পাচ্ছেন না এখনও? তা হলে ঘুরে আসুন কলকাতার এই জায়গাগুলি থেকে।

Advertisement

কুমোরটুলি: পুজোর আমেজ পেতে কুমোরটুলি আসা চাই-ই চাই। দেব-দেবীমূর্তি তৈরির আঁতুড়ঘরে এখন দারুণ ব্যস্ততা। প্রতিমা তৈরি হওয়ার এই সময়টার সাক্ষী থাকতে অনেকেই এই সময় কুমোরটুলি আসেন। কেউ আসেন ফটোশুট করতে।

মেটক্যাফে হল: স্ট্র্যান্ড রোডে অবস্থিত এই মিউজিয়ামে গেলে দেখা পাবেন দুর্গা প্রতিমার। রয়েছে আলপনা, ডাকের সাজ-ও। মেটক্যাফে হলের দোতলায় উঠলে মন ভাল হতে বাধ্য।

Advertisement

নিউ মার্কেট: পুজো মানেই পুজোর কেনাকাটা। আর তার জন্য কলকাতার বুকে অন্যতম আদর্শ জায়গা নিউ মার্কেট। পুজোর আগে এই সময় দারুণ ভিড় জমে। জুতো থেকে জামা, ব্যাগ থেকে সাজার জিনিস সবই পাওয়া যায়। তাই পুজোর 'ভাইব' পেতে এখান থেকেও এক দিন ঘুরে যেতে পারেন। সঙ্গে কিনে নিতে পারেন কোনও প্রয়োজনীয় জিনিস।

হাতিবাগান-গড়িয়াহাট: নিউ মার্কেটের নাম করলে বাকি দুই কেনাকাটার পীঠস্থানের রাগ হতেই পারে! তাই কেবল নিউ মার্কেট নয়, পুজোর আগে পুজোর আমেজ পেতে চাইলে, বা পুজোর কেনাকাটার জন্য হাতিবাগান বা গড়িয়াহাট আসতেই পারেন।

বনেদি বাড়ি: পুজোর আগেই অনেক সময় অনেক বনেদি বাড়িতে প্রবেশ করতে দেয়। অনুমতি নিয়ে তেমনই কোনও বনেদি বাড়িতে ঢুঁ মেরে আসতে পারেন। সেখানকার পুজো প্রস্তুতি দেখা হয়ে যাবে, আর বাড়ির কোনও সদস্যের দেখা পেলে তো কথাই নেই! জেনে নেবেন সেখানকার ইতিহাস।

প্রিন্সেপ ঘাট: পুজোর আমেজ পেতে চলে যেতে পারেন প্রিন্সেপ ঘাট। গঙ্গার পাড়ে চা হাতে আড্ডা, আর নীল আকাশে পেঁজা তুলোর মেঘ ভেসে বেড়াতে দেখলে পুজো আসছে এই অনুভূতি আসতে বাধ্যই!

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement