Durga Puja 2025 Travel Tips

প্রতারকদের ফাঁদ এড়িয়ে কী ভাবে নির্বিঘ্নে করবেন পুজোর সফর? রইল অত্যন্ত জরুরি কিছু টিপ্‌স

অপরিচিত কেউ যদি খুব বেশি বন্ধুসুলভ আচরণ করে এবং আপনাকে কোনও দর্শনীয় স্থান ‘বন্ধ আছে’ বলে অন্য কোথাও নিয়ে যেতে চায়, তবে তা এড়িয়ে চলুন।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১৬:৩৫
Share:

প্রতীকী চিত্র।

পুজোর ছুটিতে বেড়াতে যাওয়া মানেই দেদার আনন্দ! যদিও কিছু সতর্কতা অবলম্বন করাও ততটাই জরুরি, যাতে কোনও প্রতারণা বা জালিয়াতির শিকার হতে না হয়। রইল কিছু গুরুত্বপূর্ণ টিপস, যা আপনাকে নিরাপদে পুজোর সফর সেরে আসতে সাহায্য করবে।

Advertisement

ভ্রমণের আগে

তথ্যতালাশ: গন্তব্য সম্পর্কে আগে থেকেই ভাল করে খোঁজখবর নিন। সেখানে যাতায়াতের খরচ কেমন, কোন রেস্তরাঁ বা হোটেল ভাল এবং নিরাপদ– এই সব তথ্য আগে থেকে জেনে রাখা দরকার।

Advertisement

বিশ্বস্ত মাধ্যম ব্যবহার করুন: হোটেল, বিমান বা ট্রেনের টিকিট বুক করার সময়ে সর্বদাই প্রতিষ্ঠিত এবং বিশ্বস্ত কোনও ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করুন। কোনও অস্বাভাবিক সস্তা ডিল দেখলে সতর্ক হোন।

প্রয়োজনীয় নথিগুলি সুরক্ষিত রাখুন: আপনার পাসপোর্ট, বিভিন্ন পরিচয় নথি ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্রের একটি করে ফটোকপি ও ডিজিট্যাল কপি (যেমন - ফোনে বা ক্লাউডে) রাখুন। মূল নথিগুলি হোটেলের লকারে রাখাই ভাল। বাইরে বেরোনোর সময়ে কেবল ফটোকপি সঙ্গে রাখুন।

ভ্রমণের সময়

ট্যাক্সি ও অটো: ট্যাক্সি বা অটোরিকশা নেওয়ার সময়ে মিটারে চলতে বলুন অথবা যাত্রা শুরুর আগেই ভাড়া ঠিক করে নিন। যদি সম্ভব হয়, ওলা বা উবের-এর মতো অ্যাপ ব্যবহার করুন। কারণ এতে ভাড়া আগে থেকেই জানা যায়। তা ছাড়া, এগুলির সাহায্য নিলে আপনার গন্তব্য ও যাত্রাপথ ডিজিট্যালি নথিভুক্ত হয়ে যায়।

অনাকাঙ্ক্ষিত সাহায্য: অপরিচিত কেউ যদি খুব বেশি বন্ধুসুলভ আচরণ করে এবং আপনাকে কোনও দর্শনীয় স্থান ‘বন্ধ আছে’ বলে অন্য কোথাও নিয়ে যেতে চায়, তবে তা এড়িয়ে চলুন। সব সময়ে নিজের কাছে থাকা ম্যাপ বা গুগল ম্যাপ ব্যবহার করে সংশ্লিষ্ট স্থানগুলি খোলা আছে কি না, তা নিশ্চিত করুন।

টাকা-পয়সা: একসঙ্গে বেশি নগদ সঙ্গে রাখবেন না। বরং, একাধিক জায়গায় টাকা রাখুন, যেমন - ওয়ালেট, ব্যাগ বা জ্যাকেটের পকেটে। এটিএম থেকে টাকা তোলার সময়ে আশপাশের পরিবেশ সম্পর্কে সতর্ক থাকুন এবং পিন দেওয়ার সময়ে কিপ্যাড ঢেকে রাখুন।

রেস্তরাঁ ও কেনাকাটা: রেস্তোরাঁয় বিল দেওয়ার সময়ে ভাল করে দেখে নিন যে কোনও অতিরিক্ত দাম যোগ করা হয়েছে কি না। কেনাকাটার সময়ে বিক্রেতার সঙ্গে দরদাম করে নিন। কারণ, অনেক ক্ষেত্রেই পর্যটকদের কাছে বেশি দাম চাওয়া হয়।

জেগে থাকুন: জনবহুল জায়গায়, যেমন বাস স্টপ, রেলস্টেশন বা বাজারে ভিড়ের মধ্যে পকেটমারদের বিষয়ে সতর্ক থাকুন। আপনার ব্যাগ বা ওয়ালেট সামনে রাখুন এবং সেগুলির দিকে খেয়াল রাখুন। আর, কখনওই বেড়াতে বেরিয়ে যেখানে-সেখানে ঘুমিয়ে পড়বেন না। জেগে থাকুন। প্রতারকেরা প্রায়শই পর্যটকদের অজ্ঞতা ও অতিরিক্ত আস্থার সুযোগ নেয়। তাই, সব সময়ে সতর্ক এবং সচেতন থাকা জরুরি।

জরুরি পরিষেবা: ইন্টারনেট থেকে তথ্য নিয়ে স্থানীয় থানা, হাসপাতাল, অ্যাম্বুল্যান্স পরিষেবা প্রভৃতির সঙ্গে যোগাযোগের নম্বরগুলি মোবাইলে সেভ করে রাখুন।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement