দুর্গাপুজোর ঠিক পর পরই যে ভয়াবহ দুর্যোগের কবলে পড়েছিল উত্তরবঙ্গ তার স্মৃতি এখনও টাটকা।
North Bengal tourism

কালীপুজোর আবহে ভিড় বাড়ছে সিকিম-দার্জিলিংয়ে, দুর্যোগের ধাক্কা সামলে চেনা ছন্দে ফিরছে পাহাড়

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ২১:০৬
Share:

প্রতীকী চিত্র।

দুর্গাপুজোর ঠিক পর পরই যে ভয়াবহ দুর্যোগের কবলে পড়েছিল উত্তরবঙ্গ তার স্মৃতি এখনও টাটকা। বহু মানুষ ভিটেমাটি হারিয়েছেন। অনেকে হারিয়েছেন প্রাণ। সেই ঘটনার পর উত্তরবঙ্গ, সিকিমে পর্যটকের সংখ্যা বেশ কমেছিল। কিন্তু ভয়াবহ স্মৃতিকে পিছনে ফেলে দুর্যোগের ধাক্কা সামলে ফের ঘুরে দাঁড়াচ্ছে পাহাড়। কালীপুজোর আবহে ফের দার্জিলিং, কালিম্পং, সিকিমে ভিড় বাড়ছে পর্যটকদের। তাঁরা ভিড় জমাচ্ছেন ডুয়ার্স, কার্শিয়ংয়েও।

Advertisement

অক্টোবরের গোড়ার দিকে ঘটে যাওয়া তুমুল বৃষ্টির জেরে হওয়া হড়পা বান এবং ভূমিধসের পর অনেকেই বুকিং বাতিল করে দিয়েছিলেন। কিন্তু কালীপুজোর এই সময়টা বেশ একটা লম্বা ছুটি পাওয়া যায়, সঙ্গে এখন আবহাওয়া ভাল। রোদ ঝলমলে পরিষ্কার আকাশে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘারও। ফলে এই সময় অনেকেই আবার উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা, সিকিমে বেড়াতে যাচ্ছেন।

এক পর্যটন সংস্থার মালিক আবির ধর আনন্দবাজার ডট কমকে জানান, "মাঝে অনেকেই দুশ্চিন্তায় ছিলেন যে এই সময় ঘুরতে যাওয়া ঠিক হবে কিনা। যে সময় দুর্যোগ ঘটল, আমি নিজেও আমার বহু ক্লায়েন্টকে পরামর্শ দিয়েছিলাম ট্যুর পিছিয়ে দেওয়ার জন্য। কিন্তু এখন সব স্বাভাবিক। যাঁদের এই সময় বেড়াতে যাওয়ার পরিকল্পনা ছিল সকলেই যাচ্ছেন। এমনকী নতুন প্রচুর ফোন পাচ্ছি উত্তরবঙ্গে বেড়াতে যাওয়ার খোঁজ খবর নিয়ে।"

Advertisement

শিলিগুড়ি থেকে পাহাড়ের বিভিন্ন অঞ্চলে পর্যটক নিয়ে যাওয়া গাড়ি চালক ভজন চৌধুরী জানান, "পুজোর পর পর তেমন বুকিং পাচ্ছিলাম না। কিন্তু এখন ফোন এলে বাতিল করে দিতে হচ্ছে বা অন্য কাউকে সেই বুকিং দিতে হচ্ছে, রোজই কোনও না কোনও বুকিং রয়েছে।"

এমনিও যত শীতের সময় এগিয়ে আসবে তুষারপাত বলুন বা শীতের আমেজ জমিয়ে উপভোগ করার জন্য বহু মানুষই উত্তরবঙ্গে বা সিকিমে পাড়ি জমাবেন। তাই পাহাড় যে ফের চেনা ছন্দে ফিরছে ধীরে ধীরে সেটা বলাই যায়।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement