International

তিন জেএমবির ১২ বছর করে কারাদণ্ড

বাংলাদেশের খাগড়াছড়িতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে দশ বছর করে কারাদণ্ড দিল আদালত। একই সঙ্গে আসামিদের দুই হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড-সহ মোট ১২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৬ ২১:০২
Share:

—প্রতীকী ছবি।

বাংলাদেশের খাগড়াছড়িতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে দশ বছর করে কারাদণ্ড দিল আদালত। একই সঙ্গে আসামিদের দুই হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড-সহ মোট ১২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

Advertisement

সোমবার খাগড়াছড়ি জেলা ও দায়রা বিচারক এবং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. ইনামুল হক ভূঁঞা এই নির্দেশ দেন। সাজাপ্রাপ্ত তিন জন হলেন, জেএমবির চট্টগ্রাম অঞ্চলের সেকেন্ড-ইন-কমান্ড আব্দুর রহিম ওরফে জাহিদ, দেলোয়ার হোসেন ওরফে সজিব, মো. ইউনুছ আলি ওরফে ইউনুছ।

খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌসুলী বিধান কানুনগো জানান, এর আগে গত ২৪ সেপ্টেম্বর একই আদালতে আসামিদের বিরুদ্ধে অন্য একটি মামলায় সাত বছর করে কারাদণ্ড ও দুই হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদয়ে আরও দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

Advertisement

উল্লেখ্য, ২০০৯ সালের ২৪ সেপ্টেম্বর ভোরে র‌্যাবের একটি বিশেষ দল খাগড়াছড়ি জেলার মাটিরাঙার শান্তিপুরে অভিযান চালিয়ে চট্টগ্রাম অঞ্চলের জেএমবির সেকেন্ড-ইন-কমান্ড আব্দুর রহিম ওরফে জাহিদ হোসেন, মো. দেলোয়ার হোসেন ওরফে সজিব, মো. ইউনুছ আলি ওরফে ইউনুছ ও সামছু মিয়াকে আটক করে।

এ ঘটনায় বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে পৃথক দু’টি মামলা হয়। পরে পাঁচজনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement