International

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

সৌদি আরবে এক পথ দুর্ঘটনায় ছ’জন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও এক জন। বৃহস্পতিবার সৌদি আরবের স্থানীয় সময় বেলা ১১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪৫
Share:

প্রতীকী ছবি।

সৌদি আরবে এক পথ দুর্ঘটনায় ছ’জন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও এক জন। বৃহস্পতিবার সৌদি আরবের স্থানীয় সময় বেলা ১১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। দাম্মামের জুবাইন-দাহরান সড়কে বাংলাদেশি দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ এ খবর জানিয়েছেন।

Advertisement

দূতাবাস সূত্রকে উদ্ধৃত করে ঢাকার সংবাদমাধ্যম জানাচ্ছে, মৃতরা হলেন বরিশালের উজিরপুরের শহিদুল ও বাবুল, পটুয়াখালির রফিকুল ইসলাম, ভোলার রানা সাহাবুদ্দিন। শহিদুল ও বাবুল দুই ভাই। বাকি দুই মৃতের নাম সিরাজুল ইসলাম এবং শরিফ। কিন্তু তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। সৌদির এই দুর্ঘটনায় যিনি জখম হয়েছেন, তাঁর নাম সাইফুল। তৈরি চিকিৎসাধীন বলে দে দেশের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে।

আরও পড়ুন: বরিশালের সন্ধ্যা নদীতে লঞ্চডুবি, মৃতের সংখ্যা বেড়ে ১৮

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement