Basirhat Municipality

পর্যাপ্ত পরিষেবা প্রদান করতে ব্যর্থ হওয়ায় বসিরহাট পুর বোর্ড ভেঙে দিল নগর উন্নয়ন দফতর

বসিরহাট পুরসভায় ২৩টি ওয়ার্ড রয়েছে। যার মধ্যে ২১ জন তৃণমূল, এক জন বিজেপি এবং এক জন কংগ্রেসের কাউন্সিলর রয়েছেন। শাসকদলের দখলে থাকা একটি ওয়ার্ডের কাউন্সিলর মৃত। বহুদিন ধরেই পুরসভার কাউন্সিলরদের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ০২:২৬
Share:

বসিরহাট পুরসভা। — নিজস্ব চিত্র।

বসিরহাট পুরসভার বোর্ড ভেঙে দিল নগর উন্নয়ন ও পুর বিষয়ক দফতর। বহু দিন ধরে পর্যাপ্ত পরিষেবা না দেওয়ার নালিশ উঠছিল পুরসভার বিরুদ্ধে। প্রশাসনের তরফ থেকে বার বার নোটিস পাঠানো হলেও কোনও রকম পরিবর্তন হচ্ছিল না। তাই এ বার পুরসভার সমস্ত ক্ষমতা কেড়ে নিল প্রশাসন। এখন থেকে নাগরিকদের সরাসরি পরিষেবা প্রদান করবে বসিরহাটের মহকুমাশাসক।

Advertisement

বসিরহাট পুরসভায় ২৩টি ওয়ার্ড রয়েছে। যার মধ্যে ২১ জন তৃণমূল, এক জন বিজেপি এবং এক জন কংগ্রেসের কাউন্সিলর রয়েছেন। শাসকদলের দখলে থাকা একটি ওয়ার্ডের কাউন্সিলর মৃত। বহুদিন ধরেই পুরসভার কাউন্সিলরদের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছিল। ফলে এলাকায় উন্নয়নমূলক কাজ থমকে গিয়েছিল। সাধারণ মানুষের কোনও সমস্যার সমাধান হচ্ছে না দেখে প্রশাসনকে চিঠি পাঠায় নাগরিক সমাজের একাংশ। সেই চিঠির ভিত্তিতে তদন্তে নামে প্রশাসন। সেই তদন্তের পর শুক্রবার সন্ধ্যায় চিঠি এসে পৌঁছোয় মহকুমাশাসকের দফতরে। সেই চিঠিতই বসিরহাট পুরসভার পরিচালন বোর্ড ভেঙে দেওয়ার কথা জানানো হয়।

বসিরহাট পুরসভার ভাইস চেয়ারম্যান সুবীর সরকার জানান, পশ্চিমবঙ্গ নগর উন্নয়ন ও পুর বিষয়ক দফতর থেকে আসা ‘ক্ষমতাচ্যুত’ হওয়ার চিঠি সকল কাউন্সিলরদের পাঠিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী কোনও নির্দেশ না আসা অবধি পুরসভার দায়িত্বে থাকবেন মহকুমাশাসক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement