সূর্যকুমার যাদব। ছবি: পিটিআই।
শুক্রবার পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ় জিতেছে ভারত। তবে চিন্তায় অধিনায়ক সূর্যকুমার যাদব। দলের এক ব্যাটারকে খুঁজে পাচ্ছেন না তিনি। ম্যাচের পর সে কথা নিজেই স্বীকার করেছেন। আসলে সূর্যকুমার বলেছেন নিজের কথাই। টি-টোয়েন্টিতে তিনি যে ভাবে খারাপ ফর্মে আছেন সেটাই মজার মাধ্যমে তুলে ধরেছেন। তবে সূর্যকুমারের আশা, দ্রুতই তিনি ফর্মে ফিরবেন।
চলতি বছরে টি-টোয়েন্টিতে একটি অর্ধশতরানও করতে পারেননি। অতীতে কখনও এই ঘটনা ঘটেনি তাঁর টি-টোয়েন্টি কেরিয়ারে। এ বছর ২১টি ম্যাচে মাত্র ২১৮ রান করেছেন সূর্যকুমার। গড় মাত্র ১৩.৬২। শুক্রবার সাত বলে পাঁচ রান করে আউট হয়ে যান। চলতি সিরিজ়ে চারটি ম্যাচে মাত্র ৩৪ রান করেছেন।
ম্যাচের পর সূর্যকুমার বলেন, “এই সিরিজে একটাই জিনিস আমরা খুঁজে পাইনি। তা হল ব্যাটার সূর্যকে। আমার মনে হয় ও কোথাও একটা হারিয়ে গিয়েছে। কিন্তু এটাও জানি ও শক্তিশালী হয়ে ফিরে আসবে। কেউ না কেউ ঠিক হাত তুলে দাঁড়িয়ে একার হাতে দলকে টেনে দিয়েছে। সিরিজ়টা যে ভাবে গিয়েছে তাতে অধিনায়ক হিসাবে আমি তৃপ্ত।”
এ দিন ভারতের ব্যাটিং ধ্বংসাত্মক মেজাজে ছিল। ওপেনিংয়ে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন আগ্রাসী ব্যাটিং করে দেন। পরের দিকে হার্দিক পাণ্ড্য এবং তিলক বর্মা সেই মেজাজই ধরে রাখেন। সূর্যের মতে, গত কয়েকটি সিরিজ়ে এই জিনিস তাঁরা দেখতে পাননি। তিনি বলেন, “এই সিরিজ শুরুর আগেই আমরা নির্দিষ্ট একটা ঘরানার ক্রিকেট খেলতে চেয়েছিলাম। ঠিক সেটাই করতে পেরেছি ভেবে সবচেয়ে ভাল লাগছে। আমরা আলাদা কিছু করতে চাইনি। সব বিভাগে নিজেদের প্রকাশ করতে চেয়েছি। ফলাফল সবার চোখের সামনেই রয়েছে।”
সূর্যের সংযোজন, “গত কয়েকটা সিরিজ়ে আমরা এই কাজ করে দেখাতে পারিনি। ঠিক এ ভাবেই আমরা ব্যাট করতে চাই। একজন কেউ ভাল খেলতে শুরু করলে বাকিরা কেউ থামে না। নাগাড়ে যে আগ্রাসী ব্যাটিং সেটাই দরকার। আজ আমরা সেটাই করে দেখাতে পেরেছি।”
অধিনায়ক হওয়ার পর থেকে টি-টোয়েন্টিতে একটাও সিরিজ হারেননি সুর্যকুমার। জানুয়ারিতে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধেও পাঁচ ম্যাচের সিরিজ রয়েছে। তার পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটাই আসল পরীক্ষা সূর্যকুমারের কাছে।