Hardik Pandya

১৬ বলে অর্ধশতরান! অহমদাবাদে ৬৩ রানের ঝড় তুলে মাঠ থেকে গ‍্যালারিতে বান্ধবীকে চুম্বন হার্দিকের, বিশ্বকাপের আগে স্বস্তিতে গম্ভীর

চোট সারিয়ে ফিরে নজর কাড়ছেন হার্দিক পাণ্ড্য। কটকের পর অহমদাবাদেও ঝোড়ো ইনিংস খেললেন তিনি। তাঁর ব্যাটিং স্বস্তি দেবে কোচ গৌতম গম্ভীরকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ২১:০৩
Share:

অর্ধশতরানের পর চুম্বন ছুড়ছেন হার্দিক পাণ্ড্য। ছবি: এক্স।

ঝলক দেখিয়েছিলেন মুস্তাক আলি ট্রফিতে। সিনেমাটা দেখালেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে। প্রথম ও শেষ ম্যাচে ব্যাটে ঝড় তুললেন হার্দিক পাণ্ড্য। বুঝিয়ে দিলেন, এখন সম্পূর্ণ সুস্থ তিনি। শুধু তাই নয়, ফর্মেও রয়েছেন। হার্দিকের ব্যাটিং মুখে হাসি ফোটাবে কোচ গৌতম গম্ভীরের। শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষিত হবে। তার আগে হার্দিকের ফর্ম স্বস্তি দেবে ভারতীয় সমর্থকদেরও।

Advertisement

কটকে প্রথম ম্যাচে ২৮ বলে ৫৯ রান করেছিলেন হার্দিক। মেরেছিলেন ছ’টি চার ও চারটি ছক্কা। ২১০.৭১ স্ট্রাইক রেটে রান করেছিলেন তিনি। ভারতীয় অলরাউন্ডার অহমদাবাদে আরও বিধ্বংসী ব্যাট করলেন। প্রথম বলেই ছক্কা মেরে শুরু করেছিলেন তিনি। আর থামানো গেল না। জর্জ লিন্ডের পরের ওভারে জোড়া ছক্কা মারলেন। দক্ষিণ আফ্রিকার বোলারেরা বুঝতে পারছিলেন না তাঁকে কোথায় বল করবেন।

হার্দিক থাকায় সুবিধা হল তিলক বর্মারও। তিনিও চাপ ছাড়া খেললেন। মাত্র ১৬ বলে অর্ধশতরান করলেন হার্দিক। ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান করলেন তিনি। দ্রুততম যুবরাজ সিংহের ১২ বলে ৫০। অর্ধশতরানের পরেও থামেননি হার্দিক। শেষ ওভারে ছক্কা মারতে গিয়েই আউট হলেন। ২৫ বলে ৬৩ রানের ইনিংস খেললেন ভারতের ডানহাতি অলরাউন্ডার। পাঁচটি চার ও পাঁচটি ছক্কা মারলেন। কটকের থেকেও বেশি স্ট্রাইক রেটে (২৫২) রান করলেন।

Advertisement

অর্ধশতরানের পর গ্যালারিতে বসে থাকা বান্ধবী মাহিকা শর্মাকে চুম্বন ছুড়লেন হার্দিক। কয়েক দিন আগেই মাহিকার সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছে। বান্ধবীকে নিয়ে সমাজমাধ্যমে সরবও হয়েছিলেন তিনি। এ বার ব্যক্তিগত মাইলফলকের পর সেই বান্ধবীকেই চুম্বন ছুড়লেন হার্দিক। পাশাপাশি দর্শকদের দিকেও কয়েকটি চুম্বন ছুড়লেন ভারতীয় ব্যাটার।

এই ম্যাচে আরও একটি নজির গড়লেন হার্দিক। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০০ রান ও ১০০ উইকেটের মালিক হলেন তিনি। চলতি সিরিজ়েই ১০০তম উইকেট নিয়েছেন তিনি। এ বার হল ২০০০ রানও। হার্দিক ছাড়া বাংলাদেশের শাকিব আল হাসান ও আফগানিস্তানের মহম্মদ নবির এই কীর্তি রয়েছে।

চলতি বছর এশিয়া কাপের সেমিফাইনালে চোট পেয়েছিলেন হার্দিক। তার পর প্রায় দু’মাস ক্রিকেটের বাইরে ছিলেন। ফিরে এসে কটকের ইনিংসর পর জানিয়েছিলেন, সম্পূর্ণ সুস্থ তিনি। হার্দিক বলেন, ‘‘গত ছ’-সাত মাস আমার ফিটনেস ভাল জায়গাতেই ছিল। শেষ ৫০ দিন পরিবার ছেড়ে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে থেকে খুব উপকৃত হয়েছি। বেশ কিছু দুর্বলতা কাটিয়ে ওঠার সুযোগ পেয়েছি।’’ অহমদাবাদের ইনিংসের পর হার্দিক প্রমাণ করে দিলেন, একেবারে সুস্থ তিনি।

শনিবার বিশ্বকাপের দলঘোষণা। তার আগে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও সহ-অধিনায়ক শুভমন গিলের ফর্ম নিয়ে চিন্তায় গম্ভীর। অহমদাবাদেও ব্যর্থ হয়েছেন সূর্য। তিনি আউট হওয়ার পর গৌতিকে দেখা গিয়েছে গম্ভীর মুখে বসে থাকতে। সেই গম্ভীর মুখেই হাসি ফোটালেন হার্দিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement