নিয়ম না মেনে ইলিশ ধরায় শতাধিক জেলের কারাদণ্ড বাংলাদেশে

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মরসুমে নদী থেকে ইলিশ শিকারের অপরাধে বাংলাদেশে শতাধিক ধীবরের কারা ও অর্থদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সপ্তাহ থেকে দেশের বিভিন্ন নদীতে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৬ ২২:১৫
Share:

প্রতীকী চিত্র

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মরসুমে নদী থেকে ইলিশ শিকারের অপরাধে বাংলাদেশে শতাধিক ধীবরের কারা ও অর্থদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সপ্তাহ থেকে দেশের বিভিন্ন নদীতে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

সোমবার সারা দেশে ইলিশ ধরার অপরাধে ২৬ জনকে ধীবরকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মানিকগঞ্জ, বরিশাল ও ভোলার বিভিন্ন নদীতে এই জেলেদের মাছ ধরার সময়ে আটক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত।

এ ব্যাপারে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদফতরের সিনিয়র সহকারী পরিচালক আজিজুল হক বলেন, বরিশাল বিভাগের ৬ জেলায় পরিচালিত অভিযানে শুক্রবার আট জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানাও করা হয়েছে কয়েক জনকে। তিনি জানান, ২৪ ঘণ্টায় ৫১টি ভ্রাম্যমান আদালত মোট ৬৫টি অভিযান পরিচালনা করে। মামলা হয় ১২টি।

Advertisement

এর আগে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারের অভিযোগে বরগুনার পাথরঘাটায় গত দুই দিনে ৩২ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গত সপ্তাহে বিশখালী-বলেশ্বর নদীর জিনতলা, লালদিয়া ও চরদুয়ানী এলাকা থেকে এসব জেলেকে আটক করে পাথরঘাটা কোষ্টগার্ড ও নৌ-পুলিশ। এ সময় প্রায় ৫ লাখ মিটার জাল ৬টি মাছধরার বোট জব্দ করা হয়।

পরে পৃথক দু’টি ভ্রাম্যমান আদালত বসিয়ে মধ্যে ১৬ জনকে ১ মাসের ও বাকি ১৬ জনকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন উপজেলার নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম।

এসময় কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার সাব লে. হাসানুর রহমান, উপজেলা মৎস্য অফিসার মুরাদ হোসেন চরদুয়ানীর নৌপুলিশ ফাড়ির ইনচার্জ রমজান আলী উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা নিজেদেরকে নির্দোষ দাবি করে সাংবাদিকদের বলেন, আমরা জাল শুকানোর জন্য বিশখালী নদীর পূর্বপার চরে যাচ্ছিলাম পথিমধ্যে নদী থেকে আমাদের জাল ও ট্রলারসহ আটক করা হয়।

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামাণিক জানিয়েছেন, 'মা' ইলিশ সংরক্ষনে নৌ-পুলিশ, কোস্টগার্ড ও উপজেলা প্রসাশনের অভিযানে জেলেদের কাছ থেকে ৫ লাখ মিটার ইলিশ ধরার জাল, ৬টি ইঞ্জিন চালিত নৌকা ১শ' কেজি ইলিশ মাছ আটক করা হয়েছে।

তিনি বলেন, ইউএনওর নির্দেশে ৪টি নৌকার তলা ছিদ্র করে নদীতে ডুবিয়ে দেয়া হয়েছে এফবি শারমিন ও জাকির নামের দুটি ট্রলার জব্দ করা হয়েছে, জাল আগুনে পুড়িয়ে ইলিশ মাছগুলি উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে ।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার সাব লে. হাসানুর রহমান বলেন, বিশখালী বলেশ্বর নদী ও সাগর মোহনায় রাতের আঁধারে অনেক জেলে নদীতে জাল ফেলে আসপাশের জঙ্গলে লুকিয়ে থাকে। পরে সুযোগ মত জাল তুলে ইলিশ মাছ ধরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন