গুটিকয়েক জঙ্গি দেশটাকে ধ্বংস করে দিতে পারবে না: র‌্যাব প্রধান

বাংলাদেশের মাটিতে জঙ্গিদের সন্ত্রাসী কার্যকলাপ চিরতরে নির্মূল করা হবে। শনিবার এ কথা জানিয়ে দিলেন বাংলাদেশ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর প্রধান বেনজির আহমেদ। ঢাকার তেজগাঁওয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই বার্তা দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৬ ০০:৩২
Share:

বাংলাদেশের মাটিতে জঙ্গিদের সন্ত্রাসী কার্যকলাপ চিরতরে নির্মূল করা হবে। শনিবার এ কথা জানিয়ে দিলেন বাংলাদেশ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর প্রধান বেনজির আহমেদ। ঢাকার তেজগাঁওয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই বার্তা দেন।

Advertisement

এ দিন তিনি বলেন, ‘‘বাংলার মাটিতে অসুস্থ চিন্তা-চেতনা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। প্রয়োজনে ইঞ্চি ইঞ্চি মাটি খুঁড়ে তাদের খুঁজে বের করা হবে। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় জঙ্গিদের সাংগঠনিক অবস্থা এখন তলানিতে ঠেকেছে। বর্তমানে তাদের বড় ধরনের আক্রমণ করার ক্ষমতাও নেই।’’ তিনি আরও বলেন, ‘‘এ দেশ আমার, আপনার, সকলের। তাই গুটিকয়েক জঙ্গি দেশটাকে ধ্বংস করে দিতে পারবে না। এ দেশে রাজাকারদের যেমন প্রয়োজন নেই, তেমন জঙ্গিদেরও প্রয়োজন নেই। জঙ্গিদের মানুষ ঘৃণা করে।’’ গুলশনের জঙ্গি হামলার ঘটনা মনে করিয়ে দিয়ে তিনি জানান, জঙ্গি হওয়ার কারণে বাবা-মা তাঁদের আদরের সন্তানদের মৃতদেহ পর্যন্ত গ্রহণ করেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement