Bangladesh News

বাংলাদেশের মৌলভীবাজারে অভিযান শেষ, খতম অন্তত সাত জঙ্গি

আত্মঘাতী বিস্ফোরণে সাত থেকে আট জন জঙ্গির নিহত হওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে মৌলভীবাজারের নাসিরপুরে চলা অভিযান, ‘অপারেশন হিটব্যাক’। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন কমপ্লেক্সে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের এই অভিযান শেষ হওয়ার খবর জানিয়ে বলেন, আত্মঘাতী বিস্ফোরণে ওই দেহগুলি ছিন্নভিন্ন হয়ে গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৭ ১৯:২৯
Share:

মৌলভীবাজারে শেষ অভিযান। ছবি: সংগৃহীত।

আত্মঘাতী বিস্ফোরণে সাত থেকে আট জন জঙ্গির নিহত হওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে মৌলভীবাজারের নাসিরপুরে চলা অভিযান, ‘অপারেশন হিটব্যাক’। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন কমপ্লেক্সে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের এই অভিযান শেষ হওয়ার খবর জানিয়ে বলেন, আত্মঘাতী বিস্ফোরণে ওই দেহগুলি ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। এই আত্মঘাতী বিস্ফোরণ গতরাতে ঘটেছে বলে মনে করছে পুলিশ।

Advertisement

মনিরুল আরও জানান, বিকেল সাড়ে ৪টা নাগাদ অভিযান শেষ হয়েছে। অভিযান শেষে ওই বাড়ির ভিতরে ঢুকে তাঁরা দেখেন যে মানুষের দেহের ছিন্নবিচ্ছিন্ন অংশ ছড়িয়ে-ছিটিয়ে আছে। দুটো ঘরে ছড়িয়ে থাকা দেহের অংশগুলো দেখে মনে হয়েছে, সাত থেকে আট জনের দেহের অংশবিশেষ হতে পারে। নারী, পুরুষ-সহ দু’-এক জন অপরিণত বয়সের দেহের অংশবিশেষও থাকতে পারে বলে তাঁদের ধারণা।

বুধবার থেকে ঘেরাও করে রাখা হয়েছিল এলাকা। ছবি: সংগৃহীত।

Advertisement

মৌলভীবাজার শহরের বড়হাট ও সদর উপজেলার ফতেপুর এলাকা গত বুধবার থেকে ঘেরাও করে রাখে নিরাপত্তা বাহিনী। এই বাড়ি দু’টির মালিক লন্ডনপ্রবাসী সাইফুর রহমান। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজারের দু’টি জঙ্গি আস্তানার মধ্যে ফতেপুরে ‘অপারেশন হিট ব্যাক’ নামে সোয়াটের এই অভিযান শুরু হয়। রাতে অভিযান বন্ধ করে দিয়ে আজ ভোর থেকে শুরু করার কথা ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা শুরু হয়নি। সকাল সাড়ে ৭টায় সোয়াটের একটি দল ফতেপুরের জঙ্গি আস্তানায় পৌঁছয়। সকাল ৮টা নাগাদ বম্ব স্কোয়াড ফতেপুরের জঙ্গি আস্তানায় পৌঁছয়। পরে সকাল সাড়ে ১০টা থেকে অভিযান শুরু হয়।

আরও পড়ুন: তিস্তা নিয়ে চাপ বাড়াতে ঢাকার অস্ত্র চিন

অভিযান শুরুর পর দুপুর ১২টার কিছু আগে থেকে টানা গুলির শব্দ শোনা যায়। এ সময় বেশ কয়েক দফায় ঘটনাস্থল থেকে থেমে থেমে গুলি চলে। বেলা ১টা ৪ মিনিটে ফতেপুরের জঙ্গি আস্তানা থেকে বড় একটি বিস্ফোরণের শব্দ ভেসে আসে। এর পর সোয়াটের সদস্যরা ওই বাড়ির ভেতরে গ্যাস ছোড়েন। এ সময় ঝাঁঝালো গ্যাসে পুরো এলাকা আচ্ছন্ন হয়ে যায়। এর পর থেকে আবারও ওই বাড়ির আশপাশ থেকে টানা গুলির শব্দ শোনা যায়।

এ দিকে শহরের বড়হাট এলাকায় সন্দেহজনক জঙ্গি আস্তানাটি ঘেরাও করে রেখেছে পুলিশ। সকালে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন