Bangladesh News

মহিলাদের আসনে বসলেই জেল বা ৫ হাজার টাকা জরিমানা

মহিলাদের জন্য সংরক্ষিত আসনে কোনও পুরুষ বসলেই এ বার শাস্তি। আইন অনুযায়ী গণপরিবহণে মহিলাদের আসনে কোনও পুরুষ বসলে এখন থেকে এক মাসের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রাখা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৭ ১৮:৫১
Share:

— প্রতীকী ছবি। ইউটিউবের সৌজন্যে।

মহিলাদের জন্য সংরক্ষিত আসনে কোনও পুরুষ বসলেই এ বার শাস্তি।

Advertisement

আইন অনুযায়ী গণপরিবহণে মহিলাদের আসনে কোনও পুরুষ বসলে এখন থেকে এক মাসের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রাখা হচ্ছে। এ ছাড়া এ বার থেকে গাড়িচালককে কমপক্ষে অষ্টম শ্রেণি পাশ হতে হবে। পাশাপাশি পঞ্চম শ্রেণি পাশ হতে হবে চালকের সহকারীদের (হেলপার)। থাকতে হবে সহকারী লাইসেন্সও। কোনও চালক গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বললে তার এক মাসের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানার বিধানও করা হচ্ছে আইনে।

আরও পড়ুন, কুমিরের সাথে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশে

Advertisement

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সংক্রান্ত সড়ক পরিবহন আইন, ২০১৭-এর নীতিগত অনুমোদন দেওয়া হয়। এই আইনের খসড়া তৈরি করেছিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

এ বিষয়ে মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, আইনের খসড়ায় ২৫টি নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে যানবাহনের মালিক ও চালকদের জন্য নির্দেশের পাশাপাশি যাত্রীদের জন্যও কিছু নির্দেশ রয়েছে। যানবাহনে মহিলাদের জন্য সংরক্ষিত আসনে কোনো পুরুষ যাত্রী বসলে সেটি এই আইনে একটি অপরাধ। এই অপরাধে অভিযুক্তকে এক মাসের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন