Bangladesh

মহাকাশে আরও নিজস্ব স্যাটেলাইট স্থাপনে জোর দিচ্ছে বাংলাদেশ

মহাকাশ গবেষণায় অর্থ বরাদ্দ বাড়াচ্ছে বাংলাদেশ। এবং জোর দিচ্ছে মহাকাশে নিজস্ব স্যাটেলাইট স্থাপনে। রাষ্ট্রপুঞ্জ সদর দফতরে আয়োজিত এক সভায় এ কথা জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। এ খবর জানাচ্ছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৬ ১৮:২২
Share:

মহাকাশ গবেষণায় অর্থ বরাদ্দ বাড়াচ্ছে বাংলাদেশ। এবং জোর দিচ্ছে মহাকাশে নিজস্ব স্যাটেলাইট স্থাপনে। রাষ্ট্রপুঞ্জ সদর দফতরে আয়োজিত এক সভায় এ কথা জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। এ খবর জানাচ্ছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

Advertisement

সভায় মাসুদ বিন মোমেন বলেন, তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামগ্রিক নাগরিক পরিষেবা বাড়াতে শেখ হাসিনা সরকার স্যাটেলাইট কমিউনিকেশন, ভূ-পর্যবেক্ষণ ব্যবস্থা ও স্যাটেলাইট নেভিগেশন টেকনোলজি সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধিতে পদক্ষেপ নিয়েছে।

১৩ অক্টোবর, বহস্পতিবার, রাষ্ট্রপুঞ্জ সদর দফতরে মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারের উপর আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে সাধারণ পরিষদের এই সভা অনুষ্ঠিত হয়। সভায় মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মনিটরিং-সহ অন্যান্য উন্নয়নমূলক প্রয়োজনে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন বিষয়ে বিনিয়োগ করছে। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার বাংলাদেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ উৎক্ষেপনের কাজ হাতে নিয়েছে। এবং আশা করা যায় ২০১৭ সালের শেষ দিকে এই কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাতে সক্ষম হবে বাংলাদেশ। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশ ছাড়াও এ অঞ্চলের বিভিন্ন দেশে বিভিন্ন পরিষেবা দেওয়া সম্ভব হবে বলেও জানান তিনি।

Advertisement

সভায় বাংলাদেশের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চিন, জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরশাহি-সহ অনান্য দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...
হাসিনা-জিনপিং মুখোমুখি, ঢাকার সঙ্গে সম্পর্ক নিবিড় করল বেজিং

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement