International news

তিস্তার বদলে তোর্সার প্রস্তাবকে গ্রহণযোগ্য মনে করছে না বাংলাদেশ

জলবণ্টন চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প প্রস্তাবে হাসিনা সরকার আমল দেয়নি। সোমবার এমন মন্তব্যই করেছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৭ ১৬:৫৯
Share:

—ফাইল চিত্র।

জলবণ্টন চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প প্রস্তাবে হাসিনা সরকার আমল দেয়নি। সোমবার এমন মন্তব্যই করেছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

Advertisement

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলতি ভারত সফর সম্পর্কে সোমবার সচিবালয়ে মন্ত্রী বলেন, ‘‘বিষয়টিকে আমরা এখনও আমল দিইনি। আমল দেওয়ার দরকারও নেই। তিস্তা তিস্তাই, তিস্তার জল বণ্টন করার জন্য আর একটি নদীর কোথায় কী হবে সেটা এখানে আলোচনায় অন্তর্ভুক্ত হতে পারে না।’’ অন্য এক প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, ‘‘ভারতের সঙ্গে প্রতিরক্ষা বিষয়ক চুক্তি আমাদের সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে নির্দিষ্ট নির্ভরশীলতা দূর করবে।’’ তাঁর কথায়, ‘‘বাংলাদেশ-চিন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি-২০০২ এবং রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি-সহ বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে বাংলাদেশের ১০টি চুক্তি রয়েছে। বাংলাদেশ ৭০ থেকে ৮০ শতাংশ সামরিক সরঞ্জাম কেনে চিনের কাছ থেকে।’’

আরও পড়ুন: গ্রহণযোগ্য নয় প্রস্তাব, বিবৃতিতে নেই তোর্সা

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন