Bangladesh

উরি সন্ত্রাসের নিন্দা করে মোদীকে বার্তা হাসিনার

কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো বার্তায় হাসিনা দুঃখপ্রকাশ করেছেন হতাহতদের জন্য। হামলায় নিহত ও আহত সৈনিকদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনাও জানান তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৩৯
Share:

উরি হামলার নিন্দা করে গভীর সমবেদনা জানালেন হাসিনা। —ফাইল চিত্র।

কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো বার্তায় হাসিনা দুঃখপ্রকাশ করেছেন হতাহতদের জন্য। হামলায় নিহত ও আহত সৈনিকদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনাও জানান তিনি।

Advertisement

বার্তায় হাসিনা বলেছেন, “সন্ত্রাস ও উগ্রবাদী সহিংসতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবেই বাংলাদেশ এই কঠিন সময়ে ভারতের পাশে থাকবে। ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী হিসেবে এই অঞ্চলের বিভিন্ন এলাকা ও সীমানা জুড়ে চলমান সব হুমকি নির্মূলে আমরা একসঙ্গে কাজ করব।”

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলি এক সাক্ষাৎকারে সে দেশের প্রধানমন্ত্রীর বার্তার উল্লেখ করে ভারতের পাশে থাকার কথা জানান। তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী এ ঘটনায় বাংলাদেশের শক্ত অবস্থানের কথা জানিয়েছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ অবস্থান রয়েছে। ভারতের জন্য কঠিন এ সময়ে বাংলাদেশ তাদের পাশে থাকবে।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন