SAARC

ইসলামাবাদে সার্ক সম্মেলনে যাচ্ছে না বাংলাদেশ

আগামী নভেম্বরে পাকিস্তানের ইসলামাবাদে আয়োজিত সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নেবে না বাংলাদেশ। এর মধ‌্যেই কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে একটি চিঠি পাঠিয়ে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৬ ১২:১৪
Share:

সার্ক সম্মেলনে যাচ্ছে না বাংলাদেশ

আগামী নভেম্বরে পাকিস্তানের ইসলামাবাদে আয়োজিত সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নেবে না বাংলাদেশ। এর মধ‌্যেই কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে একটি চিঠি পাঠিয়ে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

বাংলাদেশের সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)-কে বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, দেশের মধ‌্যে বিভিন্ন বিষয়ে ‘ব‌্যস্ততার’ জন‌্য বাংলাদেশ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক-এর সম্মেলনে যেতে পারছে না বাংলাদেশ।

একাত্তরে মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাপরাধের বিচার নিয়ে ইসলামাবাদের নাকগলানোসূচক প্রতিক্রিয়া এবং তা নিয়ে কূটনৈতিক টানাপড়েনের সময়েই বাংলাদেশ এমন সিদ্ধান্ত নিল। বাংলাদেশে চলমান মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া ও কয়েক জন অপরাধীর ফাঁসির দণ্ড কার্যকর হওয়ার পর পাকিস্তানের অযাচিত প্রতিক্রিয়া আর যুদ্ধাপরাধীদের পক্ষে বিভিন্ন বক্তব্য অব্যহত রয়েছে। বাংলাদেশ প্রতিবাদ জানানোর পরও পাকিস্তানের অবস্থান বদলায়নি। এ অবস্থায় দুই দেশের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে।

Advertisement

আরও পড়ুন- দুর্গা পুজোতেও বাড়তি নিরাপত্তা বাংলাদেশে

আরও পড়ুন- দুর্গোৎসবের নতুন স্বাদ আনন্দ উৎসবে

আরও পড়ুন- রোজের ব্যবহারের চেনা জিনিসও সাজাবে মণ্ডপ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement