চট্টগ্রামে খুন পুলিশকর্তার স্ত্রী, নাটোরে খুন খ্রিস্টান ব্যবসায়ী

জোড়া খুনের রক্তে লাল হল রবিবারের বাংলাদেশ। প্রথম হত্যাকাণ্ড সকাল ছ’টা নাগাদ চট্টগ্রামের রাস্তায়। জিইসি মোড়ে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে কুপিয়ে এবং গুলি করে খুন করে পালায় তিন আততায়ী। ছেলেকে স্কুল বাসে তুলতে এসেছিলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জুন ২০১৬ ১৬:১৭
Share:

জোড়া খুনের রক্তে লাল হল রবিবারের বাংলাদেশ। প্রথম হত্যাকাণ্ড সকাল ছ’টা নাগাদ চট্টগ্রামের রাস্তায়। জিইসি মোড়ে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে কুপিয়ে এবং গুলি করে খুন করে পালায় তিন আততায়ী। ছেলেকে স্কুল বাসে তুলতে এসেছিলেন তিনি। তখনই মোটর সাইকেলে এসে হামলা চালায় দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

নিহতের স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার জঙ্গি বিরোধী অভিযানে কড়া হাতে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর স্ত্রীকে খুনের পিছনে কোনও জঙ্গি সংগঠনের হাত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:

Advertisement

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ

দিনের দ্বিতীয় হত্যাকাণ্ডটি ঘটে নাটোরে। দুপুর ১২টা নাগাদ এক দল দুষ্কৃতী বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় এক ব্যবসায়ীকে খুন করে। নিহত সুনীল গোমেজ তখন বনপাড়ায় নিজের বাড়ির লাগোয়া মুদি দোকানে বসে ছিলেন। সেখানেই তাঁকে কুপিয়ে মেরে উধাও হয়ে যায় ঘাতকরা। নিহতের বয়স ৬০ বছরের মতো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন