International

হুজি নেতা সহ ৩ জনের মৃত্যুদণ্ড বহাল বাংলাদেশ সুপ্রিম কোর্টে

প্রাক্তন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার দায়ে হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি আবদুল হান্নান সহ তিন জঙ্গির মৃত্যুদণ্ডের রায় বহাল রাখল বাংলাদেশের সুপ্রিম কোর্ট। রবিবার ওই রায়ের পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৭ ১৫:৫৪
Share:

বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

প্রাক্তন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার দায়ে হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি আবদুল হান্নান সহ তিন জঙ্গির মৃত্যুদণ্ডের রায় বহাল রাখল বাংলাদেশের সুপ্রিম কোর্ট। রবিবার ওই রায়ের পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ। এর ফলে হুজি নেতা হান্নান সহ তিন জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে আর কোনও আইনি বাধা রইল না। ওই মামলায় হান্নান ছাড়া আর যে দুই জঙ্গিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাদের নাম শরিফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলওয়ার ওরফে রিপন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা এখন প্রাণভিক্ষার আর্জি জানাতে পারেন রাষ্ট্রপতির কাছে।

Advertisement

২০০৪ সালের ২১ মে ঢাকায় নিযুক্ত তদানীন্তন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী গিয়েছিলেন সিলেটে, হজরত শাহজালালের মাজারে। মাজার থেকে বের হওয়ার সময় তাঁকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়া হয়। গ্রেনেড হামলায় আহত হন আনোয়ার। নিহত হন পুলিশের দুই অফিসার সহ তিন জন।

এর পর ২০০৮ সালের ২৩ ডিসেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল জঙ্গি নেতা মুফতি হান্নান ও দুই জঙ্গি শরিফ শাহেদুল ও দেলওয়ারকে মৃত্যুদণ্ড এবং আরও দুই জঙ্গি মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ২০১৬-র ফেব্রুয়ারিতে নিম্ন আদালতের সেই রায় বহাল রাখে হাইকোর্ট।

Advertisement

আরও পড়ুন- মেঘালয়ের বাংলাদেশ সীমান্তে গোপন সুড়ঙ্গের হদিশ

ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ অগস্ট গ্রেনেড হামলায় শেখ হাসিনাকে হত্যার চেষ্টা সহ ১৩টি নাশকতামূলক ঘটনার মূল চক্রী এই হুজি নেতা মুফতি হান্নান। ২০০০ সালের ২০ জুলাই গোপালগঞ্জের কোটালিপাড়ায় শেখ হাসিনার সভামঞ্চের কাছে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখারও অভিযোগ রয়েছে মুফতি হান্নানের বিরুদ্ধে। মুফতি হান্নানের বাড়িও গোপালগঞ্জের কোটালিপাড়ায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন