West Bengal Recruitment Case

নিয়োগ মামলায় ‘কালীঘাটের কাকু’কে জামিন দিল হাই কোর্ট, গত ১০ মাস অন্তর্বর্তী জামিনে কার্যত গৃহবন্দি ছিলেন সুজয়কৃষ্ণ

আদালতের নির্দেশে গত ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েছিলেন সুজয়কৃষ্ণ। কিন্তু কলকাতা হাই কোর্টের দেওয়া জামিনের শর্ত মেনে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে কার্যত গৃহবন্দি হয়ে রয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ১১:১১
Share:

সুজয়কৃষ্ণ ভদ্র। —ফাইল চিত্র।

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে জামিন দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন। এর আগে সুজয়কৃষ্ণকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল আদালত।

Advertisement

জামিনের শর্ত হিসেবে হাই কোর্ট জানিয়েছে, কলকাতার বাইরে বেরোতে পারবেন না সুজয়কৃষ্ণ। তাঁকে পাসপোর্ট জমা রাখতে হবে। সপ্তাহে এক দিন তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে সুজয়কৃষ্ণকে। তাঁর মোবাইল নম্বর তদন্তকারী আধিকারিক এবং আদালতের কাছে জমা রাখতে হবে। এই মামলা সংক্রান্ত কোনও নথি বিকৃত করতে পারবেন না তিনি। হাই কোর্ট জানিয়েছে, আদালতের এই সব শর্ত না-মানলে সুজয়কৃষ্ণের জামিন বাতিল করতে পারবে নিম্ন আদালত।

অন্তর্বর্তী জামিনের শর্ত হিসাবে, গত দশ মাস ধরে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে কার্যত গৃহবন্দি হয়ে বেহালার বাড়িতে ছিলেন সুজয়কৃষ্ণ। ‘বহিরাগত’ কারও সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না তাঁকে। এর আগে গৃহবন্দিত্ব ঘোচাতে এবং স্থায়ী জামিনে মুক্তি পেতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ‘কালীঘাটের কাকু’। কিন্তু তাঁর জামিনের বিরোধিতা করেছিল সিবিআই। প্রাথমিকে নিয়োগকাণ্ডে সুজয়কৃষ্ণের ‘ভূমিকা’ নিয়ে সিবিআইয়ের তরফে তথ্যও দেওয়া হয়েছিল হাই কোর্টের কাছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement