‘সরকার একটু নড়েচড়ে বস বাবা’, খুন হওয়ার আগে শেষ পোস্ট নাজিমের

সরকারের দিকে প্রকাশ্যে আঙুল তোলার ২৪ ঘণ্টার মধ্যেই খুন হতে হল নাজিমুদ্দিনকে। বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ খুন হল তিনি। আগের দিন রাত ৯টা ১০ মিনিটে নাজিমুদ্দিন ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৬ ১৫:০১
Share:

সরকারের দিকে প্রকাশ্যে আঙুল তোলার ২৪ ঘণ্টার মধ্যেই খুন হতে হল নাজিমুদ্দিনকে।

Advertisement

বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ খুন হল তিনি। আগের দিন রাত ৯টা ১০ মিনিটে নাজিমুদ্দিন ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। তাতে তিনি লিখেছিলেন, ‘‘সরকার, এ বার একটু নড়েচড়ে বস বাবা। দেশের যা অবস্থা, আইনশৃঙ্খলার যা অবনতি তাতে গদিতে বেশি দিন থাকা সম্ভব হবে না। জনরোষ বলে একটা কথা আছে। এটার চূড়ান্ত পরিণতি দেখতে না চাইলে এখনই কঠোর পদক্ষেপ নেওয়া দরকার সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে। নতুবা দিন ফুরিয়ে আসবে দ্রুত।’’ মন্তব্য প্রকাশ করেছিলেন সম্প্রতি সেখানকার একটি ধর্ষণের ঘটনা নিয়েও।

আরও পড়ুন: বাংলাদেশে ফের কুপিয়ে খুন ব্লগার

Advertisement

২৪ ঘণ্টার মধ্যে দিন ফুরিয়ে গেল তাঁর। কলেজ থেকে বাড়ি ফেরার পথে সূত্রাপুরের একরামপুর মোড়ে তাঁকে কুপিয়ে খুন করা হয়। তাঁর টাইমলাইনে দেখা যাচ্ছে, ফেসবুকের অনেক বন্ধুই তাঁর এই চিন্তা-ভাবনার জন্য আশঙ্কা প্রকাশ করেছিলেন।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত অফিসার তপন কুমার সাহা বলেন, ‘‘ঘটনাস্থলে প্রচুর রক্ত পড়ে ছিল। মোটর সাইকেলে ৩ থেকে ৪ জন দুষ্কৃতী এসে তাঁর উপরে হামলা চালায়। প্রথমে কুপিয়ে, তারপর মাথায় দু-রাউন্ড গুলি করে চম্পট দেয় তারা।’’ এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ হয়নি। তাই তদন্ত শুরু করা যায়নি।

(সৌজন্যে বাংলা ট্রিবিউন)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement