International

বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের অফিস খুলছে কাল

নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে এবং ঢেলে সাজিয়ে দু’মাস পর কাল, সোমবার, খুলছে বাংলাদেশের ব্রিটিশ কাউন্সিলের সব অফিস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৩৪
Share:

ঢাকার ব্রিটিশ কাউন্সিল অফিস। —ফাইল চিত্র।

নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে এবং ঢেলে সাজিয়ে দু’মাস পর কাল, সোমবার, খুলছে বাংলাদেশের ব্রিটিশ কাউন্সিলের সব অফিস।

Advertisement

গুলশন ও শোলাকিয়ার জঙ্গি হামলা এবং কল্যাণপুর অভিযানের পর গত ২৭ জুলাই থেকে ব্রিটিশ কাউন্সিলের সব কার্যালয় সাময়িকভাবে বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছিল।

ব্রিটিশ কাউন্সিলের তরফে জানানো হয়েছে চট্টগ্রাম, শ্রীহট্ট ও ঢাকার কার্যালয়ে ২৬ সেপ্টেম্বর থেকে স্বাভাবিক কাজকর্ম চলবে। ছাত্রছাত্রী, গবেষকদের ফিরে আসার আমন্ত্রণ জানামো হয়েছে। রবিবারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জানুয়ারি ২০১৭ সেশনের পিয়ারসন এডএক্সেল পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে ২২ সেপ্টেম্বর। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। ইংরেজি ভাষা শিক্ষার চতুর্থ টার্ম শুরু হবে ১২ অক্টোবর। শিক্ষার্থীরা অনলাইনে লেভেল টেস্টের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। এ ছাড়া অন্যান্য সব প্রশিক্ষণ কার্যক্রম ও কর্মশালাও অব্যাহত থাকবে।

Advertisement

আরও পড়ুন: জঙ্গিবাদের মোহে সন্তানের ভাল মন্দও ভুলে গেলে জননী!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন