ব্রিজের রেলিং ভেঙে খাদে বাস, নিহত কমপক্ষে ১০

ব্রিজের রেলিং ভেঙে খাদে বাস পড়ে মৃত্যু হল কমপক্ষে ১০ জনের। দুর্ঘটনায় গুরুতর আহত ৩০। শুক্রবার বিকেল ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে বাংলাদেশের ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুর জেলায়। পুলিশ সূত্রে খবর, মাদারীপুরের ‘সমাদ্দার ব্রিজে’র রেলিং ভেঙে খাদে পড়ে যায় যাত্রীবোঝাই একটি বাস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০১৬ ২২:৫৫
Share:

ব্রিজের রেলিং ভেঙে খাদে বাস পড়ে মৃত্যু হল কমপক্ষে ১০ জনের। দুর্ঘটনায় গুরুতর আহত ৩০। শুক্রবার বিকেল ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে বাংলাদেশের ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুর জেলায়। পুলিশ সূত্রে খবর, মাদারীপুরের ‘সমাদ্দার ব্রিজে’র রেলিং ভেঙে খাদে পড়ে যায় যাত্রীবোঝাই একটি বাস।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে বরিশালগামী সুগন্ধা পরিবহণের একটি বাস মাদারীপুর সদর উপ-জেলার সমাদ্দার ব্রিজে উঠলে তা ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। পুলিশ ও হাসপাতাল সূত্রে খবর, এ দিনের দুর্ঘটনায় ঘটনাস্থলেই চার জন মারা যান। মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় কয়েক জনের। গুরুতর আহতদের মধ্যে কয়েক জনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর, বরিশাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের। হতাহতদের পরিচয় নিয়ে এখনও নিশ্চিত হতে পারেননি বলে জানিয়েছেন পুলিশের এক শীর্ষ-কর্তা মনিরুজ্জামান ফকির। তবে এদের অধিকাংশের বাড়ি বরিশাল এবং আশপাশের এলাকায় হবে বলে ধারণা করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement