—প্রতীকী চিত্র।
কলকাতায় ঘাঁটি গেড়ে জালিয়াতি চালাচ্ছিল ঝাড়খণ্ডের একটি প্রতারণাচক্র। নিজেদের বিভিন্ন বড় হাসপাতালের প্রতিনিধি পরিচয় দিয়ে অসুস্থ ও তাঁর পরিজনেদের কাছ থেকে চলত টাকা হাতিয়ে নেওয়া। সবটাই করা হত কেন্দ্র সরকারের পরিবহণ দফতরের নামে। অবশেষে বৃহস্পতিবার কলকাতা পুলিশের হাতে বিজয়গড় থেকে ধরা পড়ল ঝাড়খণ্ডের চার জন।
দেশের বিভিন্ন হাসপাতালের প্রতিনিধি পরিচয় দিয়ে যাতায়াত, হোটেল বুকিং-এর নাম করে প্রতারকেরা যোগাযোগ করত রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে। তার পরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ‘ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অব ইন্ডিয়া’ নামে একটি ভুয়ো অ্যাপ পাঠানো হত। তা দিয়েই চলত প্রতারণা। এই অ্যাপ ডাউনলোড করলেই ‘শিকার’-এর মোবাইল প্রতারকেদের নিয়ন্ত্রণে চলে যেত। ওই মোবাইলে থাকা বিভিন্ন পেমেন্ট অ্যাপ ব্যবহার করে নিজেদের অ্যাকাউন্টে টাকা সরিয়ে নিত প্রতারক গোষ্ঠী।
পুলিশ সূত্রে খবর, সন্ধ্যায় বিজয়গড়ের একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে সেখান থেকে জামশেদ আনসারি, মহম্মদ সোয়েব আনসারি, বীরেন্দ্র পণ্ডিত, প্রদীপ মণ্ডল নামে ঝাড়খণ্ডের চার বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে একটি ম্যাক বুক, ২৪টি মোবাইল, ইন্টারনেট ব্যবস্থা, অপরাধ সংক্রান্ত বেশ কিছু নথি ও স্ক্রিনশট। এ ছাড়াও প্রতারিত হওয়া প্রায় ২৫০ জনের জনের প্যান কার্ড ও ২৫ জনের প্যান কার্ডের নথিও বাজেয়াপ্ত করা হয়েছে।