India-Oman

ইথিয়োপিয়ার পরে ওমান! প্রধানমন্ত্রী মোদীকে সর্বোচ্চ সম্মান দিল পশ্চিম এশিয়ার এই দেশ

ভারত এবং ওমানের কূটনৈতিক সম্পর্ক ৭০ বছরে পা দিয়েছে। সেই উপলক্ষেই মোদী ওমানের রাজধানী মাসকটে যান। সেখানে গিয়ে তিনি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বার্তা দেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ২৩:৫৮
Share:

(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং হাইথাম বিন তারিক (ডান দিকে)। ছবি: পিচিআই।

ইথিয়োপিয়ার পরে ওমান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ নাগরিক সম্মান দিল পশ্চিম এশিয়ার এই দেশ। ভারত এবং ওমান, এই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার জন্য মোদীর হাতে এই পুরস্কার তুলে দেন সুলতান হাইথাম বিন তারিক।

Advertisement

ত্রিদেশীয় সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। জর্ডন, ইথিয়োপিয়ার পরে বুধবার দু’দিনের সফরে ওমানে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সেখানেই তাঁকে সম্মানিত করে সেই দেশ। এর আগে ইথিয়োপিয়াও তাঁকে সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করেছে। ‘দ্য গ্রেট অনার নিশান অব ইথিয়োপিয়া’ মোদীর হাতে তুলে দেন ইথিয়োপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি। এখন পর্যন্ত বিভিন্ন বিদেশি রাষ্ট্র থেকে মোট ২৮টি নাগরিক সম্মান পেয়েছেন মোদী। সম্প্রতি কুয়েত তাঁকে দিয়েছে ‘মুবারক-আল-কবির’।

ভারত এবং ওমানের কূটনৈতিক সম্পর্ক ৭০ বছরে পা দিয়েছে। সেই উপলক্ষেই মোদী ওমানের রাজধানী মাসকটে যান। সেখানে গিয়ে তিনি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বার্তা দেন।

Advertisement

জর্ডনে গিয়েও রাজা দ্বিতীয় আবদুল্লাহকে সেই বার্তাই দেন মোদী। মঙ্গলবার আম্মানে আয়োজিত ভারত–জর্ডান বিজনেস ফোরামে যৌথ বক্তৃতায় দুই রাষ্ট্রনেতা দ্বিপাক্ষিক বাণিজ্যিক যোগাযোগ বাড়ানো এবং আর্থিক বৃদ্ধির উপর গুরুত্ব দেন। মোদীর কথায়, গভীর সভ্যতাগত সম্পর্কের উপর ভিত্তি করে ভারত ও জর্ডনের মধ্যে একটি দৃঢ় সমসাময়িক অংশীদারি রয়েছে। ইথিয়োপিয়ার প্রধানমন্ত্রী আবির সঙ্গেও দ্বিপাক্ষিক আলোচনা করেন মোদী। পাশাপাশি, তাঁদের উপস্থিতিতে তিনটি মৌ-চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলেও জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement