পাবনার ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডে (৬২) কে কুপিয়ে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আরিফুল ইসলাম (২৩) নামের এক স্থানীয় শিবির নেতাকে আটক করেছে পুলিশ। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শনিবার রাতে বাজিতপুর ঘাট এলাকায় এক বাড়িতে আত্মগোপন করে ছিল আরিফুল। সেখান থেকেই ধরা হয়েছে তাকে।
গত শুক্রবার ভোরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা নিত্যরঞ্জন পাণ্ডেকে পাবনা মানসিক হাসপাতালের পাশে কুপিয়ে খুন করে। আইএস এই খুনের দায় স্বীকার করে বিবৃতি দিলেও পুলিশ মনে করছে স্থানীয় জামাত-শিবিরের আড়ালে থাকা জঙ্গিরাই এই হত্যাকাণ্ডে জড়িত। নিহত নিত্যরঞ্জন গোপালগঞ্জ জেলার আরুয়া কংশুর গ্রামের প্রয়াত রসিকলাল পাণ্ডের ছেলে।
আরও পড়ুন- আশ্রমিক খুনে দায় নিল আইএস
ওসি আব্দুল কুদ্দুস জানান, ধৃত আরিফুলের মোবাইল এবং মেসেজ অপসন থেকে সন্দেহজনক বেশ কিছু সূত্র পাওয়া গিয়েছে। আরিফুল পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ইসলামী ইতিহাস বিভাগে মাস্টার্সের শেষ বর্ষের ছাত্র এবং ইসলামী ছাত্র শিবির পাবনা পৌর পশ্চিম এলাকার সেক্রেটারি বলে জানা গিয়েছে।