Shahjalal International Airport

ঢাকা বিমানবন্দরে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা

বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালালে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হল। নিরাপত্তার কারণেই বিশেষ পরিস্থিতিতে ১২ দিনের এই সাময়িক নিষেধাজ্ঞা জারি করল বাংলাদেশের সিভিল অ্যাভিয়েশন অথরিটি। আজ থেকেই এই নির্দেশ কার্যকর হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৭ ১৬:৫৩
Share:

বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালালে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হল। নিরাপত্তার কারণেই বিশেষ পরিস্থিতিতে ১২ দিনের এই সাময়িক নিষেধাজ্ঞা জারি করল বাংলাদেশের সিভিল অ্যাভিয়েশন অথরিটি। আজ থেকেই এই নির্দেশ কার্যকর হয়েছে।

Advertisement

আরও পড়ুন, মহিলাদের আসনে বসলেই জেল বা ৫ হাজার টাকা জরিমানা

আর দিন তিনেক পরেই ঢাকায় অনুষ্ঠিত হতে চলেছে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন। দেশবিদেশের প্রতিনিধিরা আসা যাওয়া করবেন। এমন এক পরিস্থিতিতে এই সম্মেলন হচ্ছে, যখন বাংলাদেশের নানা প্রান্তে নিয়মিত ভাবে চলছে জঙ্গি বিরোধী অভিযান। এর মধ্যে দু-একটা ছোটখাটো হামলাও চালিয়েছে জঙ্গিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও, আন্তর্জাতিক সম্মেলন নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ সরকার।

Advertisement

আরও পড়ুন, ফের পিছিয়ে গেল অভিজিৎ হত্যার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার দিন

সিভিল অ্যাভিয়েশন অথরিটির জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সংবাদমাধ্যমকে জানান, “এটি একটি সাময়িক নিষেধাজ্ঞা। আইপিইউ সম্মেলন উপলক্ষে বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্মেলন শেষে আবার বিমানবন্দর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।”

বাংলাদেশের জাতীয় সংসদ ও আইপিইউ-এর যৌথ উদ্যোগে ১ থেকে ৫ এপ্রিল ঢাকায় আইপিইউ-এর ১৩৬তম সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দিতে এ সময় বাংলাদেশে আসবেন ১৩১টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ সদস্য-সহ প্রায় দেড় হাজার অতিথি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন