১৩ সেপ্টেম্বর বাংলাদেশে ইদুল আজাহা। শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে এই তথ্য জানানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন এ কথা জানিয়েছেন সংবাদমাধ্যমকে।
ইসলামিক ফাউন্ডেশন অফিসের সভাকক্ষে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি জানান, দেশের সাতটি বিভাগ এবং ৬৪টি জেলা কার্যালয় থেকে চাঁদ দেখার চেষ্টা করা হয়েছে। আবহাওয়া দফতর থেকেও পর্যবেক্ষণ করা হয়েছে। তিনি আরও জানান, বাংলাদেশের কোথাও শুক্রবারে জিলহজের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। তাই জিলহজ মাস শুরু হবে রোববার থেকে। ১০ জিলহজ, অর্থাৎ ১৩ সেপ্টেম্বর ইদুল আজহা উদযাপিত হবে।
আরও পড়ুন: ঢাকায় পুলিশি অভিযানে খতম ‘নিউ জেএমবি’র প্রশিক্ষক
হিজরি পঞ্জিকা অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ইদুল আজহা উদযাপন করেন মুসলিম সম্প্রদায়। সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় সে দিন তারা পশু কুরবানি দেন।