বাংলাদেশের চট্টগ্রামে কুকুর লেলিয়ে ছাদ থেকে ফেলে দিয়ে কলেজ ছাত্র হিমাদ্রী মজুমদার, হিমুকে হত্যার অপরাধে পাঁচ আসামীর সবাইকে মৃত্যুদণ্ড দিল আদালত। ঘটনাটি ঘটেছিল প্রায় চার বছর আগে। এটি সাম্প্রতিক সময়ের বাংলাদেশে অন্যতম আলোচিত নৃশংস হত্যাকাণ্ড।
চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলাম রবিবার মামলার রায় ঘোষণা করেন। সর্বোচ্চ সাজার আদেশ পাওয়া আসামীদের মধ্যে জাহিদুর রহমান শাওন জামিনে মুক্ত থাকা অবস্থা থেকেই পলাতক। আর এক অপরাধী জুনায়েদ আহমেদ রিয়াদ মামলার শুরু থেকেই পালিয়ে আছেন। রিয়াদের বাবা ব্যবসায়ী শাহ সেলিম টিপুও এই মামলার অন্যতম অপরাধী। অন্য দু’জন শাহাদাত হোসেন সাজু এবং মাহবুব আলি ড্যানি। রায়ের সময় কাঠগড়ায় এই তিনজনকেই উপস্থিত করা হয়েছিল বলে জানান সরকারি আইনজীবী অনুপম চক্রবর্তী।
২০১২ সালের ২৭ এপ্রিল চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় শাহ সেলিম টিপুর বাড়ির ছাদ থেকে হিংস্র কুকুর লেলিয়ে ও ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয় মেধাবী কলেজ ছাত্র হিমুকে। আহত অবস্থায় ২৬ দিন চিকিৎসার পর ২৩ মে মৃত্যু হয় ‘এ’ লেভেলের এই ছাত্রের। এই হত্যাকাণ্ডের নির্মমতায় সারা বাংলাদেশের মানুষ বিস্ময় আর ক্ষোভে প্রতিবাদে মুখর হয়ে উঠেছিলেন।
আরও পড়ুন: বলার কথা বিস্তর! ১৬ অক্টোবর গোয়ায় মুখোমুখি হবেন মোদী-হাসিনা