Bangladesh News

এসএমএস-এ মিলবে স্মার্টকার্ড সংক্রান্ত তথ্য

বাংলাদেশের ১০ কোটি ভোটারের হাতে স্মার্টকার্ড তুলে দেওয়ার কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। ৩ অক্টোবর ঢাকার উত্তরা ও রমনা থানার ভোটার এবং কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় দাসিয়াছড়ার ভোটারদের মধ্যে কার্ড প্রদানের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৬ ১২:৫২
Share:

নিজের স্মার্টকার্ড হাতে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ছবি: নির্বাচন কমিশন।

বাংলাদেশের ১০ কোটি ভোটারের হাতে স্মার্টকার্ড তুলে দেওয়ার কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। ৩ অক্টোবর ঢাকার উত্তরা ও রমনা থানার ভোটার এবং কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় দাসিয়াছড়ার ভোটারদের মধ্যে কার্ড প্রদানের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। গত ২ অক্টোবর নিজের স্মার্টকার্ড নিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement

স্মার্টকার্ড কখন আর কোথায় পাওয়া যাবে সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই অনেকেরই। তারই সমাধানে স্মার্টকার্ড কখন, কোথায় কবে থেকে পাওয়া যাবে সে তথ্য পাওয়া যাবে এ বার মোবাইলে। যে কোনও মোবাইল থেকে ১০৫ নম্বরে এসএমএস পাঠিয়ে ভোটাররা এই তথ্য জানতে পারবেন সহজেই। এসএমএস-এর মাধ্যমে জানতে ‘SC’ লিখে স্পেস দিয়ে ‘NID’ লিখে স্পেস দিয়ে ১৭ সংখ্যার ‘এনআইডি’ নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। আর যাঁদের এনআইডি ১৩ ডিজিটের তাঁদের ওই নম্বরের প্রথমে জন্ম সাল যোগ করতে হবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন।

সালেহ উদ্দিন আরও জানিয়েছেন, যাঁরা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন কিন্তু এখনও এনআইডি পাননি তাঁরা SC লিখে স্পেস দিয়ে F লিখে স্পেস দিয়ে নিবন্ধন স্লিপের ফর্ম নম্বর লিখে স্পেস দিয়ে D লিখে স্পেস দিয়ে yyy-mm-dd ফরম্যাটে জন্ম তারিখ লিখে ১০৫ নম্বরে পাঠাতে পারেন।

Advertisement

ওয়েবসাইটে গিয়েও স্মার্টকার্ড সংক্রান্ত তথ্য জানতে পারবেন ভোটাররা। এ জন্য www.nidw.gov.bd ওয়েবসাইটে গিয়ে NID Online Services লিঙ্কের অন্যান্য তথ্য ট্যাবে জাতীয় পরিচয়পত্র বিতরণ লিঙ্কে গিয়ে এনআইডি নম্বর ও জন্ম তারিখ অথবা ফর্ম নম্বর ও জন্ম তারিখ দিয়ে সার্চ দিতে হবে। নির্বাচন কমিশনার এম শাহ নেওয়াজ জানিয়েছেন, ইসি স্মার্টকার্ড বিতরণের সময় কার্ডধারীদের ১০ আঙুলের ছাপ এবং বর্ণালি ছবি-সহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করবে। স্মার্টকার্ডের নিরাপত্তা বজায় রাখার জন্য ২৫টি আন্তর্জাতিক সার্টিফিকেশন এবং মান নিশ্চিত করা হয়েছে। স্মার্টকার্ডে কার্ডধারী নাগরিকের সব তথ্য থাকবে।

আরও পড়ুন

বাংলাদেশ ই-পরিচয়পত্র দেওয়া শুরু করলেন হাসিনা

জানবাজার রানি রাসমণির বাড়ির পুজো

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন