International news

ঢাকায় জেএমবির ওয়েবসাইট অ্যাডমিন সহ ধৃত ৬, উদ্ধার অস্ত্রশস্ত্র গোলাবারুদ

‘আত-তামকীন’ নামে একটি ওয়েবসাইট খুলে প্রচার চালাচ্ছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)। সেই ‘জঙ্গি ওয়েবসাইটের’ অ্যাডমিন-সহ ছয় জনকে আটক করা হয়েছে বলে জানাল বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র‌্যাব)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৬ ১৪:৩২
Share:

.

‘আত-তামকীন’ নামে একটি ওয়েবসাইট খুলে প্রচার চালাচ্ছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)। সেই ‘জঙ্গি ওয়েবসাইটের’ অ্যাডমিন-সহ ছয় জনকে আটক করা হয়েছে বলে জানাল বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র‌্যাব)।

Advertisement

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয় বলে বুধবার জানিয়েছেন র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, “মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত এই অভিযান চলেছে। আটক ছয় জনের মধ‌্যে পাঁচ জন জেএমবি-র ‘স্লিপার সেলের’ সদস্য।”

তাদের কাছ থেকে প্রচুর বিস্ফোরক, অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও দাবি করে র‌্যাব কর্তা বলেন, ‘‘তাদের পরিচয়-সহ সবিস্তার সংবাদ পরে জানানো হবে।’’

Advertisement

আরও পড়ুন: ‘মারব নয় মরব, এটাই বেহেস্তে যাওয়ার রাস্তা’! ঢাকা জঙ্গির অডিও ক্লিপ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement