এ বার ‘ডিজিটাল’ হলেন খালেদা জিয়া

সোশ্যাল মিডিয়ায় এত দিন তাঁর কোনও অ্যাকাউন্ট ছিল না। ডিজিটাল বাংলাদেশ তৈরিতে তাঁর দল বিএনপি-র তেমন কোনও ভূমিকাও ছিল না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫৮
Share:

খালেদা জিয়ার টুইট। ছবি: টুইটার থেকে।

সোশ্যাল মিডিয়ায় এত দিন তাঁর কোনও অ্যাকাউন্ট ছিল না। ডিজিটাল বাংলাদেশ তৈরিতে তাঁর দল বিএনপি-র তেমন কোনও ভূমিকাও ছিল না। এ বার টুইটার ও ফেসবুকে যাত্রা শুরু করেছে বিএনপি। পাশাপাশি নিজের ফেসবুক অ্যাকাউন্টও খুললেন বিএন‌পি-র চেয়ারপার্সন তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খা‌লেদা জিয়া। বৃহস্প‌তিবার বি‌কে‌লে দলের ৩৮তম প্রতিষ্ঠা দিবসে ঢাকার ‘ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ’-এ এক আলোচনাসভায় বিএনপি-র ওয়েবসাইট-সহ (bnpbangladesh.com) ফেসবুক (facebook.com/bnp.communication), টুইটার এবং ইউটিউব অ্যাকাউন্টের সূচনা করেন খালেদা। সভায় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএন‌পি চেয়ারপার্সন গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, ‘‘চলমান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়েই এই আয়োজন।’’

Advertisement

এ দিন সকাল আটটায় খালেদা জিয়ার টুইটার হ্যান্ডল (https://twitter.com/BegumZiaBD) থেকে প্রথম টুইটটি করা হয়। প্রথম টুইটে তিনি বিএনপি-র প্রতিষ্ঠা দিবসে স্বৈরশাসনকে পরাজিত করে ঐক্যবদ্ধ এবং মুক্ত গণতান্ত্রিক সমাজ গড়ার আহ্বান জানান। ইংরেজিতে লেখা ওই টুইটের এক ঘন্টা পরে সেই বার্তাকেই বাংলা অনুবাদে পোস্ট করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement