Face Scrubs for skin

শীতের রুক্ষ ত্বকে জেল্লা ফিরবে এক সপ্তাহেই, বাড়িতে তৈরি পাঁচ ফেস-স্ক্রাবেই তা সম্ভব

ঝলমলে, মসৃণ ত্বক চাইলে ক্লিনজ়িংয়ের পাশাপাশি স্ক্রাবিংও জরুরি। ফেস স্ক্রাবিং করলে তার নিয়ম জানতে হয়। কী কী উপকরণ ব্যবহার করছেন, তা-ও জরুরি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ১৮:৪০
Share:

এক সপ্তাহে ত্বকের জেল্লা ফিরবে, বানিয়ে নিন পাঁচ রকম স্ক্রাব। ছবি: ফ্রিপিক।

ব্রণ-ফুস্কুড়ি, মেচেতার দাগ মেটাতে ঘরোয়া টোটকার উপরে ভরসা করেন অনেকেই। ইদানীং তা আরও জনপ্রিয় হয়ে উঠেছে নেটপ্রভাবীদের দৌলতে। রিল দেখে রূপচর্চার দিকে ঝুঁকছেন কমবয়সিরা। সেই সব টোটকা যে একেবারেই কাজে দেয় না, এ কথা বলা যাবে না। কিন্তু সমস্যা হল, সব জিনিস সকলের ত্বকের পক্ষে উপযুক্ত নয়। অনেকেই দোকান থেকে ফেস-স্ক্রাব কিনে তা ব্যবহার করেন। এতে ত্বক আরও বেশি রুক্ষ হয়ে উঠতে পারে, তাতে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে।

Advertisement

ঘরোয়া কিছু ফেস-স্ক্রাব যা ত্বকের জন্য নিরাপদ

মধু-কফির স্ক্রাব

Advertisement

সমপরিমাণ মধু এবং কফি নিন। অর্থাৎ, ২ চামচ মধু নিন, কফিও নিতে হবে ২ চামচ। তার সঙ্গে ১ চা-চামচ নারকেল তেল ভাল করে মিশিয়ে নিন। তার পরে ত্বকে মালিশ করুন। মিনিট ২০ রেখে ধুয়ে ফেলুন। এই স্ক্রাব খুব তাড়াতাড়ি মৃত কোষ দূর করে। ত্বক পেলব ও উজ্জ্বল দেখাবে।

ওট্সের-দুধের স্ক্রাব

মিহি করে ওট্‌স গুঁড়ো করে নিন। এতে অল্প একটু জল এবং আমন্ড অয়েল মিশিয়ে দিন। এর মধ্যে ইচ্ছামতো দুধ, মধু মিশিয়ে দিতে পারেন। এক্সফোলিয়েটের জন্য চিনিও গুরুত্বপূর্ণ। বাদামি হোক বা সাদা, চিনি দিয়ে এক্সফোলিয়েট করলে ত্বকের মৃত কোষ উঠে যাবে তাড়াতাড়ি।

লেবু এবং চিনি

লেবুর রসের সঙ্গে ২ টেবিল চামচ চিনি মিশিয়ে নিন। চাইলে এর মধ্যে মধুও মিশিয়ে নিতে পারেন। স্নানের আগে ভাল করে গায়ে ঘষে নিন। লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড পিগমেন্টেশনের সমস্যা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

অ্যালো ভেরা শসার স্ক্রাব

প্রাকৃতিক ময়েশ্চারাইজ়ারের উৎস হিসেবে এবং ত্বকের বিভিন্ন সমস্যা নিরাময়ের জন্য বহু কাল ধরে সুপরিচিত অ্যালো ভেরা। তৈলাক্ত ত্বক, দাগছোপের সমস্যা এমনকি বলিরেখার সমস্যাও দূর করতে পারে অ্যালো ভেরা এবং শসার স্ক্রাব। ব্লেন্ডারে অ্যালো ভেরার শাঁস এবং শসা একসঙ্গে দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। স্নানের আগে মুখে ও সারা গায়ে মেখে রাখুন এই স্ক্রাব। রোদে পোড়া ত্বকের জ্বালাভাব কমাতেও দারুণ কাজ করে এই স্ক্রাব।

কাঠবাদাম ও নারকেলের দুধ

এই স্ক্রাব ত্বককে এক্সফোলিয়েট করে উজ্জ্বল করতে সাহায্য করে। একটি পাত্রে ২ কাপ মুলতানি মাটি, ১ কাপ গুঁড়ো করা ওট্‌স, ৪ চামচ গুঁড়ো করা কাঠবাদাম এবং গুঁড়ো করা শুকনো গোলাপের পাপড়ি নিয়ে তাতে পরিমাণ মতো নারকেলের দুধ দিয়ে মসৃণ পেস্ট তৈরি করে নিন। কোমল ত্বকের ক্ষেত্রে এই স্ক্রাব খুব ভাল কাজ করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement