Sports News

কেরিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে মাশরাফি, প্রথম দশে সাকিবও

আইসিসির সর্বশেষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বোলারদের বিভাগে প্রথম দশে উঠে এলেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কেরিয়ারে এটাই তাঁর সেরা ওয়ানডে র‌্যাঙ্কিং।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৬ ১৮:২২
Share:

ফাইল চিত্র।

আইসিসির সর্বশেষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বোলারদের বিভাগে প্রথম দশে উঠে এলেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কেরিয়ারে এটাই তাঁর সেরা ওয়ানডে র‌্যাঙ্কিং। দেশের মাটিতে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে আসতে সাহায্য করেছে তাঁকে।

Advertisement

কেরিয়ারে এখন সোনার সময় চলছে মাশরফির। আফগানিস্তান ও ইংল্যান্ডের বিরুদ্ধে ৬ ম্যাচে ১২ উইকেট নেওয়া সেই কথাই বলছে। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ানডেতে ২ উইকেট নিয়ে হয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ ওয়ানডে উইকেট শিকারি।

ইংল্যান্ডের বিরুদ্ধে টাইগারদের শেষ হওয়া তিন ম্যাচের সিরিজের পর আইসিসি তাদের ওয়ানডে র‌্যাঙ্কিং প্রকাশ করে। র‌্যাঙ্কিংয়ে মাশরাফির উপরে রয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ম্যাশ নয় নম্বরে থাকলেও টাইগারদের সেরা অলরাউন্ডার সাকিব রয়েছেন ছয় নম্বরে।

Advertisement

র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন মাহমুদউল্লাহ ও তামিম ইকবাল। তামিম রয়েছেন ২২ নম্বরে। আর ৪২ নম্বরে রয়েছেন মাহমুদউল্লাহ। মুশফিকুর রহিম রয়েছেন ১৯ নম্বরে।

সবশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সাকিব পেয়েছেন ৬৬০ পয়েন্ট। আর মাশরাফি ৬২৩।

ওয়ানডের দলগত র‌্যাঙ্কিংয়ে আগে ৭ নম্বরে থাকলেও রেটিং পয়েন্ট কমেছে টাইগারদের। বর্তমানে ৩ রেটিং কমে পয়েন্ট দাঁড়িয়েছে ৯৫-এ।

আরও খবর...

জয়ের আশা জাগিয়েও সিরিজ হারালেন টাইগাররা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement