দু’মাসে রোহিঙ্গা ফেরানো কি শুরু?

আগামী দু’মাসের মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের ফেরানোর কাজ শুরু করা যাবে বলে আশা প্রকাশ করল বাংলাদেশ ও মায়ানমার। বৃহস্পতিবার বাংলাদেশের বিদেশমন্ত্রী এ এইচ মাহমুদ আলি মায়ানমারের রাজধানী নেপিদও-য়ে সে দেশের স্টেট কাউন্সিলর আউং সান সু চির সঙ্গে বৈঠকের পরে একটি সমঝোতা চুক্তি সই করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৭ ০২:২৬
Share:

ছবি: সংগৃহীত।

আগামী দু’মাসের মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের ফেরানোর কাজ শুরু করা যাবে বলে আশা প্রকাশ করল বাংলাদেশ ও মায়ানমার। বৃহস্পতিবার বাংলাদেশের বিদেশমন্ত্রী এ এইচ মাহমুদ আলি মায়ানমারের রাজধানী নেপিদও-য়ে সে দেশের স্টেট কাউন্সিলর আউং সান সু চির সঙ্গে বৈঠকের পরে একটি সমঝোতা চুক্তি সই করেন। মায়ানমারের পক্ষে চুক্তিটিতে সই করেন সু চির দফতরের মন্ত্রী চ টিন্ট সোয়ের।

Advertisement

চুক্তি সইয়ের পরে বাংলাদেশের বিদেশমন্ত্রী জানান, ‘‘আপাতত শরণার্থী ফেরানোর কাজটি শুরু করা দরকার। কী ভাবে শরণার্থীদের চিহ্নিত করে ফেরত পাঠানো হবে, চুক্তিতে তা সবিস্তার রয়েছে।’’ ঢাকায় ফিরে তিনি এটা ঘোষণা করবেন বলে জানিয়েছেন। বাংলাদেশের বিদেশ দফতর বিবৃতিতে জানিয়েছে, ‘তিন সপ্তাহের মধ্যে একটি যৌথ কর্মগোষ্ঠী তৈরি করে দু’মাসের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ফেরানোর কাজ শুরু করা এবং এ জন্য যত দ্রুত সম্ভব চুক্তি স্বাক্ষরের বিষয়গুলি রয়েছে সমঝোতা পত্রে।’ বিদেশমন্ত্রী মাহমুদ আলি জানিয়েছেন, ‘‘রাখাইনে বাড়িঘর জ্বালিয়ে সমান করে দিয়েছে। (শরণার্থীদের) ফেরানোর আগে বাড়িঘর তৈরি করতে হবে। কিছু সময় তো লাগবেই।’’ মায়ানমারের স্টেট কাউন্সিল দফতরের এক মুখপাত্র বলেন, ‘‘বাংলাদেশ শরণার্থীদের ব্যক্তিগত তথ্যের ফর্ম পূরণ করে পাঠালেই আমরা তাদের ফিরিয়ে নেওয়ার কাজ শুরু করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন