Bangladesh News

কাল ফিরছেন দেশে, ঢাকাতেই কবরে ঘুমোবেন শহীদ কাদরী

নিজের দেশে, বাংলাদেশে ফিরছেন কবি। কাল বুধবার ঢাকার মাটি স্পর্শ করবে কবি শহীদ কাদরীর মরদেহ। সরকারি খরচে নয়, আমেরিকা থেকে কবির মরদেহ নিয়ে আসার খরচ ব্যক্তিগত ভাবে বহন করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৬ ১৪:১২
Share:

নিজের দেশে, বাংলাদেশে ফিরছেন কবি। কাল বুধবার ঢাকার মাটি স্পর্শ করবে কবি শহীদ কাদরীর মরদেহ। সরকারি খরচে নয়, আমেরিকা থেকে কবির মরদেহ নিয়ে আসার খরচ ব্যক্তিগত ভাবে বহন করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল ৮টা ৪০ মিনিটে কবির মরদেহবাহী ফ্লাইট (এমিরেটস) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর কথা।

Advertisement

কবি শহীদ কাদরীর স্ত্রী নীরা কাদরী আসছেন অন্য একটি ফ্লাইটে। কাতার এয়ারওয়েজের ফ্লাইটে তিনি ঢাকাতে নামবেন ভোর ৫টা ১০ মিনিটে। নীরা কাদরীর সঙ্গে থাকছেন ছেলে আদনান কাদরী এবং পারিবারিক বন্ধু সাবিনা হাই উর্বি। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল জানান, কবির মরদেহ ও তার স্বজনদের দেশে আসার পুরো খরচই বহন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউইয়র্কে বাংলাদেশ সরকারের কনসাল জেনারেল শামীম আহসান সেখান থেকে কবির মরদেহ দেশে পাঠানোর যাবতীয় আয়োজন সম্পন্ন করেছেন। ঢাকায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে কবিকে। মাহবুবুল হক শাকিল জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তার সামরিক সচিব জেনারেল মিয়া মহম্মদ জয়নাল আবেদিন কবির দাফনের যাবতীয় ব্যবস্থা করছেন।

আরও পড়ুন, বিদায় শহীদ কাদরী, তোমাকে অভিবাদন

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement