প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।—ফাইল চিত্র।
বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল শনিবার রাত ১০টা ৩২ মিনিটে টুইটারে শেখ হাসিনার সঙ্গে করমর্দনের ছবি পোস্ট করে মোদী লিখেছেন, ‘আমি প্রার্থনা করছি বাংলাদেশ দ্রুত উন্নতি করবে।’
একই সময়ে পোস্ট করা আরেকটি ছবিতে মাদীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের পর শ্রদ্ধা নিবেদন করতে দেখা যাচ্ছে। এ ছাড়া শিশুদের সঙ্গে করমর্দন করার ছবি-সহ আরও একটি পোস্টে মোদী লিখেছেন, ভারত সব সময় বাংলাদেশের পাশে থাকবে।
আরও পড়ুন: সিলেটে বোমা বিস্ফোরণের ঘটনার নিন্দায় মমতা
আজ রেডিও-র অনুষ্ঠান 'মন কি বাতে'ও প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের স্বাধীনতা দিবসে সম্মান জানান সেই সব বীর সাহসীদের, যাঁরা স্বাধীনতার জন্য লড়েছেন। আলাদা ভাবে তিনি সম্মান জানান একাত্তরে সাহসী নেতৃত্বের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিও।
শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ আর ভারতের মানুষের বন্ধুত্ব চিরস্থায়ী। আমি বাংলাদেশের আরও উন্নতি কামনা করি।
প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা।