(প্রতীকী ছবি)
গত ১৭ সেপ্টেম্বর, ২০১৬ আনন্দবাজার পত্রিকার ওয়েবসাইটে ‘বঙ্গবন্ধুর খুনিকে ফিরিয়ে দেবে কানাডা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। সেই প্রতিবেদনের মূল বিষয়ের সঙ্গে সম্পর্কিত অতীত পটভূমি তুলে ধরতে আমরা আরও দু’টি প্রতিবেদন প্রকাশ করি। সেই দু’টির শিরোনাম ছিল ‘পনেরো অগস্টের সেই রাত, নারকীয় ভাবে হত্যা করা হল বঙ্গবন্ধুকে’ এবং ‘বিচার বিলম্বিত হলেও অবশেষে ফাঁসি কার্যকর মুজিবের পাঁচ হত্যাকারীর’।
এই দুই প্রতিবেদনের মধ্যে প্রথমটি যে ১৯৭৫ সালের ১৫ অগস্টের ঘটনাবলিকে ফিরে দেখা, তা নিয়ে কোথাও কোনও বিভ্রান্তি নেই। কিন্তু দ্বিতীয় প্রতিবেদনটি নিয়ে বিভ্রান্তির অবকাশ থাকতে পারে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার যে ঘটনা ওই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, তাতে মনে হতে পারে যে ওই ঘটনা সাম্প্রতিক। কিন্তু তা নয়, ২০১০ সালে ওই মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল।
বিষয়টি নিয়ে কোনও বিভ্রান্তি তৈরি হয়ে থাকলে আমরা আন্তরিক দুঃখিত।