Bangladeh News

জঙ্গি আস্তানা সন্দেহে চট্টগ্রামে বাড়ি ঘিরল নিরাপত্তা বাহিনী

জঙ্গি আস্তানা সন্দেহে এ বার বন্দরনগরী চট্টগ্রামের দু’টি বাড়ি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। সোমবার বিকেল ৪টে থেকে নগরীর আকবর শাহ থানা এলাকায় সিডিএ এক নম্বর রোডের ‘মমহ নিবাস’ নামের বাড়িটি ঘিরে রেখেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০১৭ ১৯:৩৪
Share:

— প্রতীকী ছবি।

জঙ্গি আস্তানা সন্দেহে এ বার বন্দরনগরী চট্টগ্রামের দু’টি বাড়ি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। সোমবার বিকেল ৪টে থেকে নগরীর আকবর শাহ থানা এলাকায় সিডিএ এক নম্বর রোডের ‘মমহ নিবাস’ নামের বাড়িটি ঘিরে রেখেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। অন্য দিকে, পাহাড়তলি থানার বাংলাবাজার এলাকার আর একটি বাড়িতে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মহম্মদ ইকবাল বাহার। কমিশনার বলেন, ‘‘বিকেল ৪টে থেকে অভিযান শুরু হয়েছে। একটি বাড়িতে তল্লাশি চলছে। এটি নিয়মিত অভিযান। কোনও কিছু পাওয়া গেলে পরে জানানো হবে।’’ গত ১৬ মার্চ সকাল থেকে সীতাকুণ্ড পুরসভার প্রেমতলা এলাকায় ছায়ানীড় নামে একটি বাড়িতে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় নিহত হয় পাঁচ জন।

Advertisement

এর আগের দিন বুধবার কাছাকাছি আমিরাবাদ এলাকার ‘সাধন কুটির’ থেকে জহিরুল হক (আইনশৃঙ্খলা বাহিনী বলেছে জসিম) ও তাঁর স্ত্রী রাজিয়া সুলতানাকে (আইনশৃঙ্খলা বাহিনী বলেছে আর্জিনা) গ্রেপ্তার করা হয়।এর দুদিন পর নগরীর লালখান বাজার জামিয়াতুল উলুম আল ইসলামী মাদ্রাসায় অভিযান চালায় চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। তবে মাদ্রাসা থেকে কিছুই উদ্ধার করতে পারেনি তারা। এর মধ্যেই আজ নগরীর দুটি বাড়িতে অভিযান শুরু করল আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন, মেঘালয়ের বাংলাদেশ সীমান্তে গোপন সুড়ঙ্গের হদিশ

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement